বর্তমানে স্বাস্থ্য সুরক্ষায় স্মার্টফোন থেকে শুরু করে স্মার্টওয়াচে বিভিন্ন ফিচার যুক্ত করে দেয়া হয়েছে। এসব ফিচারের মধ্যে রক্তচাপ পরিমাপ অন্যতম। এ চাহিদার কথা মাথায় রেখে নতুন স্মার্টওয়াচ উন্মোচন করেছে ফসিবট। এর মডেল ডব্লিউ১০১।
কোম্পানির দাবি রক্তচাপ পরিমাপের পাশাপাশি এটি ব্লুটুথ কলিংয়েও সক্ষম। নতুন স্মার্টওয়াচটিতে ১ দশমিক ৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে এবং এর রেজল্যুশন ৪৬৬×৪৬৬ পিক্সেল। অ্যামোলেড ডিসপ্লেটি ৯৯ দশমিক ৫ শতাংশ অ্যাডোবি আরজিবি কালারস্পেসের অভিজ্ঞতা দিয়ে থাকে।
স্মার্টওয়াচটিতে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন দেখা যাবে এবং ব্যবহারকারী রিমোটলি মিউজিক প্লেব্যাক ও ক্যামেরার অপশন স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবে।
ফসিবট ডব্লিউ১০১-এ ২৫৬ মেগাবাইট মেমোরির একটি চিপ আছে, যা ইউজার ইন্টারফেস ব্যবহারে উন্নত অভিজ্ঞতা দিয়ে থাকে। স্মার্টওয়াচটিতে অ্যামোলেড ডিসপ্লে থাকলে সাধারণ ব্যবহারে ডিভাইসটি ১৫ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে বলে জানিয়েছে কোম্পানি।
ডিভাইসটিতে হার্ট রেট, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন মনিটরিং ফিচার দেয়া হয়েছে। এছাড়া এটি ব্যবহারকারীর রক্তচাপ পরিমাপে সক্ষম বলেও দাবি করেছে ফসিবট। যুক্তরাষ্ট্রের বাজারে ৭০ ডলারে স্মার্টওয়াচটি কেনা যাবে।