গৃহস্থালি কাজ থেকে শুরু করে সব ক্ষেত্রে এখন রোবটের ব্যবহার বাড়ছে। এর অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) নতুন স্মার্ট হোম অ্যাসিস্ট্যান্ট আনবে এলজি ইলেকট্রনিকস। কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৪-এ এটি উন্মোচন করা হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
বাড়ির ভেতরের কাজগুলো আরো সুন্দরভাবে সমাধানে ব্যবহারকারীদের সহায়তার অংশ হিসেবে নতুন রোবট আনা হবে বলে সূত্রে জানা গেছে। প্রতিষ্ঠানটি একটি বিবৃতিতে জনায়, এটিতে স্মার্ট হোম এআই এজেন্ট ও সক্রিয় হাব বৈশিষ্ট্য রয়েছে। ব্যবহারকারীদের বাড়ির কাজের ঝামেলা থেকে মুক্ত করা এবং স্মার্ট হোম মার্কেটে একটি প্রভাবশালী প্রতিযোগী হিসেবে তৈরি করাই মূল লক্ষ্য। এলজির নতুন এ এআই রোবট জিরো লেবার হোমের ধারণাকে প্রতিফলিত করে।
এটি ব্যবহারকারীদের উন্নত রোবোটিক, এআই ও মাল্টিমডেল প্রযুক্তির সঙ্গে একটি সার্বক্ষণিক হোম ম্যানেজার ও সহায়তা প্রদান করবে বলে দাবি কোম্পানির। এলজির স্মার্ট হোম এআই সহকারীর স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো এর দুই পায়ে চাকার নকশা। এর মাধ্যমে এটি স্বাধীনভাবে বাড়িতে চলাচল করতে পারবে। এআই অ্যাসিস্ট্যান্ট বিষয় ও উদ্দেশ্যগুলো বুঝতে পারে এবং সক্রিয়ভাবে জটিল কথোপকথনও চালিয়ে যেতে পারে।
এলজির মতে, এআই এজেন্ট স্মার্ট হোম অপারেশন, সংযোগ স্থাপন, বিভিন্ন স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স এবং আইওটি ডিভাইস পরিচালনার জন্য একটি প্রধান হাব হিসেবে কাজ করবে।
কোয়ালকম টেকনোলজিসের সঙ্গে এলজি একত্রে এ মডেল উন্মোচন করেছে। এ মডেলে এআই এজেন্ট কোয়ালকম রোবোটিকস আরবি৫ প্লাটফর্মকেও একত্র করা হয়েছে। মডেলটিতে ক্যামেরা, স্পিকার ও বিভিন্ন সেন্সর রয়েছে। এছাড়া একটি পেট মনিটর ও সুরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে।