প্রতিনিয়ত প্রযুক্তি বাজারে যুক্ত হচ্ছে একের পর এক ট্রু ওয়্যারলেস হেডফোন। যা ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। এসব ইয়ারবাডগুলোতে রয়েছে নানান ফিচার, যা ব্যবহারকারীদের গান শোনার অভিজ্ঞতা আরও ভালো করছে। এবার সনি নিয়ে এলো নতুন একটি ইয়ারবাড।
সংস্থার প্রিমিয়াম ব্র্যান্ড এই ইয়ারবাডের নাম সনি ইনজোন বাডস। ২৪ ঘণ্টা ব্যাটারি লাইফের সঙ্গে পাবেন অসংখ্য ফিচার। ইনজোন বাডগুলোতে ৮.৪এমএম ড্রাইভার আছে, যা দারুণ সাউন্ড দেয়। এতে নয়েজ রিডাকশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
যদি গেম খেলতে পছন্দ করেন, তাহলে এই ইয়ারবাডটি আপনার জন্য একদম উপযুক্ত। কোম্পানির মতে, এই ইয়ারবাডে একটি বিশেষ ধরনের প্রযুক্তি রয়েছে। আর সেই প্রযুক্তির কারণে আপনার কানে অন্য কোনো শব্দ ঢুকবে না। আর যখনই আপনি এমন কোনো জায়গায় যাবেন, যেখানে চারিদিকে প্রচুর শব্দ। তখন নিজে থকেই এই ইয়ারবাড তার সাউন্ড বাড়িয়ে দেবে। এতে একটি মাইক্রোফোনও রয়েছে, যা আপনার ভয়েস থেকে চারিদিকের যে কোনো শব্দকে সরিয়ে দেয়।
সংস্থার দাবি, এই ইয়ারবাডগুলো একবার চার্জে ১২ ঘণ্টা ব্যবহার করা যেতে পারে এবং চার্জিং কেস সহ, তারা ২৪ ঘণ্টা পর্যন্ত থাকে। এতে আপনি ইউএসবি-সি চার্জিং পোর্টও পেয়ে যাবেন।
দুটো রঙের বিকল্পে পেয়ে যাবেন ইয়ারবাডটি। নতুন ইনজোন ইয়ারবাডের দাম রাখা হয়েছে ভারতীয় বাজারে ১৭ হাজার ৯৯০ রুপি। সনির অফিসিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট অ্যামাজন, ফ্লিপকার্টে পাবেন ইয়ারবাডটি।