গেমপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছে রেড ম্যাজিক। এবার আন্তর্জাতিক বাজারে শ্যাডো ব্লেড টু উন্মোচন করতে যাচ্ছে ব্র্যান্ডটি। এর আগে নভেম্বরে শ্যাডো ব্লেড গেমপ্যাড উন্মোচন করা হলেও তা কেবল চীনের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
শ্যাডো ব্লেড টু গেমপ্যাডের মধ্যে রয়েছে এএলপিএস, লেফট স্টিক ও রাইট স্টিক, ক্রস বোতাম ও স্ক্রিনশট কি। ব্র্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, শ্যাডো ব্লেড টুতে ট্রিগারগুলো অপেক্ষাকৃত নমনীয় ও স্থিতিস্থাপক, যাতে করে নিয়ন্ত্রণ করতে সুবিধা হয়। তাছাড়া সেখানে যুক্ত করা হয়েছে নিজস্ব আইসি অ্যালগরিদম।
এর বাইরে শ্যাডো ব্লেড টু গেমপ্যাডে রয়েছে একটি টাইপ সি পোর্ট। ডিজাইন আগের চেয়ে উন্নত করা হয়েছে। টাইপ সি পোর্টটি ১১০-১৮৫ মিলিমিটারের স্মার্টফোন সাপোর্ট করে, যা আগের প্রজন্মের চেয়ে বেড়েছে ৩ দশমিক ৩ শতাংশ। এর মাধ্যমে আরো বেশি মডেলের স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যাবে। চার্জিং পোর্টের সুবিধার কারণে গেমাররা ডিভাইসকে গেম চলাকালেও চার্জ দিতে পারবেন। তাছাড়া গেমপ্যাডে রয়েছে প্রতিস্থাপন করার মতো লেফট ও রাইট গেমপ্যাড শেল।
রেডম্যাজিক শ্যাডো ব্লেড গেমপ্যাড টু কালো রঙের। এখন থেকে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে। দামও অঞ্চলভেদে বিভিন্ন। যুক্তরাষ্ট্র ও কানাডায় দাম ৯৪ দশমিক ৯০ ডলার, যুক্তরাজ্যে ৭৯ দশমিক ৯০ পাউন্ড এবং ইউরোপে ৯৪ দশমিক ৯০ ইউরো।