জানুয়ারির শুরু থেকেই জাঁকিয়ে শীত পড়েছে। ঠান্ডার হাত থেকে বাঁচতে ঘরে হিটার, গিজার ব্যবহার করেন কমবেশি সবাই। তবে ঠান্ডার হাত থেকে রক্ষা পেলেও বাড়তি একটা চিন্তা নিশ্চয়ই আছে? সেটি হচ্ছে মাস শেষে বিদ্যুৎ বিল বেশি আসবে। ফলে নাগালের বাইরে চলে যেতে পারে বাড়ির বাজেট৷
প্রতি মাসেই বেশি বিদ্যুতের বিল নিয়ে অতিরিক্ত মাত্রায় চিন্তিত থাকতে হয় সাধারণ মানুষকে ৷ তবে কয়েকটি সহজ টিপস মেনে চললে লম্বা বিদ্যুতের বিল থেকে মুক্তি পেতে পারেন অতি সহজেই ৷ জেনে নিন সেসব-
>> লাগাতার গিজার ও রুম হিটার চালিয়েও অত্যন্ত কম আসবে বিদ্যুতের বিল ৷ ঠান্ডা পানি গরম করতে গিজারের প্রয়োজন হয়। এতে বিদ্যুতের খরচ অত্যন্ত পরিমাণে বাড়তে পারে ৷ সেকারণে পানি গরম করতে ইমার্শন রড ব্যবহার করতে পারেন।
>> গিজারে পানি গরম করতে হলে ৫ স্টার রেটেড গিজার ব্যবহার করুন। এতে বিদ্যুৎ বিল তুলনামূলক কম আসবে।
>> অতিরিক্ত রুম হিটারের ব্যবহারের ফলে শরীরে খারাপ প্রভাব পড়ে ৷ তবুও হিটার ব্যবহার করতে হলে পোর্টেবেল রুম হিটার ব্যবহার করতে পারেন। এতে বিদ্যুতের বিল অনেক কম আসবে।
>> সারাক্ষণ রুম হিটার না চালিয়ে কিছুক্ষণ পর পর চালাতে পারেন। কিছুক্ষণ রুম হিটার চালালে ঘরের ভেতরটা অনেকক্ষণ গরম থাকবে। আবার ঠান্ডা বাড়লে হিটার চালিয়ে নিন।
>> এছাড়া গৃহস্থালির যে কোনো বৈদ্যুতীন সরঞ্জাম কেনার সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমেই দেখতে হবে ওই বৈদ্যুতিক সরঞ্জামের ৩ বা ৫ তারা রেটিং রয়েছে কি না। রেটিং যত বেশি হবে, বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষমতাও তত বেশি হবে।