আইওএসের পর অ্যান্ড্রয়েডেও অডিও-ভিডিও কলিং ফিচার চালু করেছে মাস্ক মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্লাটফর্মে একে অন্যের সঙ্গে অডিও-ভিডিও কলে যুক্ত হতে পারবে। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রকল্পে কর্মরত এক প্রকৌশলী এক্স বার্তায় এ তথ্য জানিয়েছেন।
২০২৩ সালের আগস্টে প্রথম এ ফিচার আনার কথা জানিয়েছিলেন এক্সের সিইও লিন্ডা ইয়াকারিনো। সে বছরের অক্টোবরে অ্যাপলের আইওএস ডিভাইসের জন্য প্রথম ফিচারটি চালু করা হয়। এখনো সব অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য অডিও-ভিডিও কলিং ফিচারটি উন্মুক্ত করা হয়নি। তবে যে কেউ চাইলেই ইনকামিং কল রিসিভ করতে পারবে। তবে আউটগোয়িং কল করার সুযোগ পাবে শুধু এক্সের পেইড গ্রাহকরা।
ফিচারটির মাধ্যমে কল করার জন্য কোনো ফোন নাম্বারের প্রয়োজন হবে না। এক্স অ্যাপের সেটিংসে গেলেই অ্যানাবল অডিও অ্যান্ড ভিডিও কলিং নামে নতুন টগল পাওয়া যাবে। এ টগল চালু করলে নতুন ফিচারটি ব্যবহার করা যাবে। যদি কোনো এক্স ব্যবহারকারী কলিং ফিচারটি ব্যবহার করতে না চায়, তাহলে ডিরেক্ট মেসেজ সেটিংস অপশনে গিয়ে ফিচারটি বন্ধ করতে পারবে। কন্টাক্ট লিস্টের ভেরিফায়েড অ্যাকাউন্টের ব্যবহারকারীর ফলোয়ার বা অনুসরণকারীদের শুধু অডিও ও ভিডিও কলিং করার অপশন রেখেছে এক্স।