গতবছরের অক্টোবর মাসে গুগল এনেছিল পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো মডেলের ফোন। এই ফোন দুইটি এবার নতুন কালার ভেরিয়েন্টে বাজারে আসল। পিক্সেল ৮ বাজারে এসেছিল ওবসিডিয়ান, হ্যাজেল এবং রোজ রঙে। অন্যদিকে পিক্সেল ৮ প্রো এসেছিল ওবসিডিয়ান, ব্রে এবং পোরসেলিন রঙে। এখন একটি নতুন মিন্ট রঙও যোগ করা হয়েছে।
গুগল পিক্সেল ৮, পিক্সেল ৮ প্রো-এর মিন্ট কালার ভেরিয়েন্ট একচেটিয়াভাবে গুগল স্টোরে তালিকাভুক্ত । এই স্মার্টফোনটি একই দামে শুধুমাত্র ১২৮ জিবি মডেলে পাওয়া যাচ্ছে।
গুগল পিক্সেল ৮ মডেলে একটি ৬.২ ইঞ্চির ফুল এইচডি প্লাস ওলিড ডিসপ্লে রয়েছে। যার রেজুলেশন ১০৮০×২৪০০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৯০ হার্জ। অন্যদিকে পিক্সেল ৮ প্রোতে একটি ৬.৭ ইঞ্চির কিউএইচডি ওলিড ডিসপ্লে রয়েছে। যার রেজুলেশন ১৩৪৪×২৯৯২ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৯০ হার্জ।
এই ফোন দুইটি গুগলের নন-কোর টেনসর জি৩ চিপসেট এবং টাইটান এম২ নিরাপত্তা চিপ দিয়ে সজ্জিত।
ক্যামেরা সেটআপের জন্য, পিক্সেল ৮ প্রোতে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা, একটি ৪৮ মেগাপিক্সেলের দ্বিতীয় আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি তৃতীয় ৪৮ মেগাপিক্সেল কোয়াড পিডি ৫এক্স জুম ক্যামেরা রয়েছে। অন্যদিকে পিক্সেল ৮ মডেলে একটি ৫০ মেগাপিক্সেল অক্টা-পিডি প্রাইমারি ক্যামেরা এবং একটি ১২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য পিক্সেল ৮ এবং ৮ প্রো মডেলে ১০.৫ মেগাপিক্সেল ফ্রন্ট শ্যুটার রয়েছে।
পিক্সেল ৮ মডেলের ৪৫৭৫ এমএএইচ ব্যাটারি দেওয়া হযেছে। যা ২৭ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট করে। অন্যদিকে পিক্সেল ৮ প্রোতে ৫০৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে। যা ৩০ ওয়াট দ্রুত চার্জিং সমর্থন করে।