লেনোভোর মালিকানাধীন মটোরোলা শিগগিরই বাজারে নতুন ফোন আনছে। যার মডেল মটো জি২৪। জি সিরিজের সর্বশেষ এই ফোনে মিডিয়াটেক হেলিও প্রসেসর থাকবে। মিডরেঞ্জের এই ফোন দুর্দান্ত ক্যামেরা সেটআপ দিচ্ছে মটোরোলা। ফোনটির বাদবাকি ফিচার জানুন প্রতিবেদনে।
সম্প্রতি মটোরোলার আপকামিং স্মার্টফোন জি২৪ মডেলের স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য মতে, নয়া এই ফোনে ডুয়াল সিম স্লট থাকছে। এটি চলবে অ্যানড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে।
এর ডিসপ্লের আকার হবে ৬.৫৬ ইঞ্চির। যার রিফ্রেশ রেট ৯০ হার্জ। এতে ২৬৯ পিপিআই পিক্সেল ঘনত্ব পাওয়া যাবে। ডিসপ্লেটি কেন্দ্রীয়ভাবে অবস্থিত হোল-পাঞ্চ কাটআউটের সঙ্গে দেখা যায়, যেখানে সেলফি ক্যামেরা রয়েছে। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজে হ্যান্ডসেটটি কেনা যাবে। নতুন এই ফোনে থাকবে মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট। ফোনটির দাম হবে বাজারে আসলে ১৬৯ ইউরো।
স্মার্টফোনটিতে একটি ৫০ মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর এবং এলইডি ফ্ল্যাশ সমন্বিত একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে বলে মনে হচ্ছে। আরও, পাওয়ার এবং ভলিউম বোতামগুলো হ্যান্ডসেটের ডান মেরুদণ্ডে সাজানো দেখা যায়। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়ার বোতামে একত্রিত হতে পারে।
ছবি তোলার জন্য নতুন মটো ফোনে এফ/২.৪ অ্যাপারচারসহ একটি ৫০ মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর এবং এফ/১.৮ অ্যাপারচারসহ একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকতে পারে। সামনে, এফ/২.০ অ্যাপারচারসহ একটি ৮ মেগাপিক্সেল লেন্স থাকতে পারে।
কানেক্টিটভিটির এতে একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ওয়াই-ফাই ৫ এবং ব্লুটুথ ৫.০ অন্তর্ভুক্ত থাকতে পারে। একটি পরিবেষ্টিত আলো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস, অ্যাক্সিলোমিটার এবং জাইরোস্কোপ সেন্সর থাকতে পারে।
ব্যাকআপের জন্য ফোনটি থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি। যা চার্জ করার জন্য ২০ ওয়াটের ফাস্ট চার্জার দিচ্ছে মটোরোলা। ১৮০ গ্রাম ওজনের ফোনটি দু এক মাসের মধ্যেই বাজারে আসবে।