আপনার মতো শিশুরাও মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে। আপনার ফোন থেকেই চালাচ্ছে ফেসবুক, টিকটক কিংবা ইউটিউব। তাই তাদের চোখের সামনে ভেসে উঠছে অ্যাডাল্ট কনটেন্ট।
বাবা-মায়েদের চোখের আড়াল হলেই সেই সব কন্টেন্টে চোখ রাখে বাচ্চারা। অভিভাবকদের চোখ রাঙানি থাকুক না কেন, বাচ্চারা সুযোগ পেলেই মোবাইল হাতে বসে পড়ে। নেট দুনিয়ায় অবাধ ঘোরাফেরা চলে। কোনটা দেখা উচিত না কোনটা নয়, সেই বোধ নেই অনেক বাচ্চারই। তাই নেট পাড়ায় ছড়িয়ে থাকা বিভিন্ন অ্যাডাল্ট কন্টেন্ট। অর্থাৎ যেগুলো তৈরিই করা হয় প্রাপ্ত বয়স্কদের জন্য।
ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ইউটিউবেও ছড়িয়ে আছে বহু অ্যাডাল্ট কন্টেন্ট। কীভাবে ইউটিউবে বাচ্চাদের থেকে দূরে রাখবেন? জানুন উপায়। ইউটিউবের একটি রেস্টিক্টেড মোড আছে। যা অন করলে আর কোনও অ্যাডাল্ট কন্টেন্ট দেখতে পাবেন না আপনি। কীভাবে সেই রেস্টিক্টেড মোড চালু করবেন আপনার ডিভাইসে?
ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য
ওয়েব ব্রাউজার দিয়ে ইউটিউবে লগঅন করুন নিজের আইডি ও পাসওয়ার্ড দিয়ে।
তারপর ইউটিউব পেজের একদম ডানদিকের কোণায় আপনার প্রোফাইলে ক্লিক করুন।
প্রোফাইল মেনুতেই আপনি পেয়ে যাবেন ‘রেস্টিক্টেড মোড’ অপশন।
সেখানে গিয়ে ওই মোড অ্যাক্টিভ করে দিলেই আপনার প্রোফাইল ‘রেস্টিক্টেড’ হয়ে যাবে।