নিও সিরিজের অধীনে প্রথম স্মার্টফোন হিসেবে ভারতে এক্স ৬ ডিভাইস উন্মোচনে কাজ করছে পোকো। তবে শাওমির সাবব্র্যান্ডটির কাছ থেকে ডিভাইস বাজারজাতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
আনুষ্ঠানিকভাবে তথ্য না পাওয়া গেলেও এক টিপস্টার ডিভাইসটির বৈশিষ্ট্য, বাজারজাতের সময় নিয়ে তথ্য দিয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, আগামী মাসে পোকো এক্স ৬ নিও উন্মোচন করা হতে পারে। এতে প্রসেসর হিসেবে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৬০৮০, ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে।
বাজার বিশ্লেষক ও প্রযুক্তিবিদদের মতে, ডিভাইসটির দাম ১৫ হাজার রুপির মধ্যে থাকবে। বৈশিষ্ট্যের দিক থেকে এতে ৬ দশমিক ৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজের রিফ্রেশ রেট থাকতে পারে। ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট ও আইপি৫৪ ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং এবং ৩ দশমিক ৫ মিলিমিটারের অডিও জ্যাক থাকতে পারে।
রেডমি নোট ১৩আর প্রো-এর রিব্র্যান্ডের ভার্সন হিসেবে পোকো এক্স ৬ নিও বাজারে আসতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল। চীনের বাজারে ১৩আর প্রো ডিভাইসটি ১২+২৫৬ জিবি ভ্যারিয়েন্টে উন্মোচন করা হয়েছে। যার মূল্য ১ হাজার ৯৯৯ ইয়েন (২৩ হাজার রুপি)। বিশ্লেষকদের মতে, রিব্র্যান্ডেড হিসেবে দুটি ডিভাইস একই বৈশিষ্ট্যসম্পন্ন হতে পারে। সে হিসেবে নতুন ডিভাইসে ডুয়াল রিয়ার ক্যামেরা, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে।