গত বছর মটো ওয়াচ ৭০ ও ২০০ উন্মোচন করেছিল মটোরোলা। এরই ধারাবাহিকতায় চলতি বছর আরো একটি ডিভাইস উন্মোচন করেছে কোম্পানিটি। ব্যবহারকারীদের সুবিধার্থে একাধিক ফিচারসহ মটো ওয়াচ ৪০ উন্মোচন করা হয়েছে।
মটোরোলার নতুন স্মার্টওয়াচটিতে ১ দশমিক ৫৭ ইঞ্চির কার্ভড এলসিডি ডিসপ্লে দেয়া হয়েছে। সেই সঙ্গে এতে ৮৫টির বেশি ওয়াচ ফেস ব্যবহার করা যাবে। ফলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী থিম, ডিজাইন নির্বাচন করতে পারবেন। স্মার্টওয়াচটিতে জিঙ্ক অ্যালয় কেসিং ও পরিবর্তনযোগ্য সিলিকন স্ট্র্যাপ দেয়া হয়েছে। ফ্যান্টম ব্ল্যাক ও রোজ গোল্ড—এ দুই রঙে স্ট্র্যাপ পাওয়া যাবে।
কোম্পানির তথ্যানুযায়ী, স্মার্টওয়াচটি আইপি৬৭ রেটিংপ্রাপ্ত। ফলে ধুলোবালি ও পানির ঝাপটা থেকে এটি সুরক্ষিত থাকবে এবং নিত্যদিনের ব্যবহারে কোনো সমস্যায় পড়তে হবে না। সফটওয়্যারের দিক থেকে মটো ওয়াচ ৪০-তে নিজস্ব অপারেটিং সিস্টেম জেড রয়েছে। স্মার্টফোনের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় ওয়াচে বিভিন্ন নোটিফিকেশন দেখা যাবে। তবে ডিভাইসটির মাধ্যমে কোনো মেসেজ বা অডিও কলের উত্তর দেয়ার সুবিধা রাখা হয়নি।
কলিংয়ের সুবিধা না থাকলেও স্মার্টওয়াচটিতে স্বাস্থ্য ও ফিটনেস সম্পর্কিত বিভিন্ন ফিচার দেয়া হয়েছে। যার মধ্যে ২৪/৭ হার্ট রেট ও এসপিওটু মনিটরিং, স্লিপ ও স্ট্রেস মনিটরিংসহ গুগল ফিটের মাধ্যমে অন্যান্য ফিচারও ব্যবহার করা যাবে। এতে ২৪০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে, যা ১০ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম বলে দাবি করেছে কোম্পানি। ডিভাইসটিতে ফাস্ট চার্জিং ফিচার রয়েছে, যা ২৫ মিনিটে শতভাগ চার্জ সম্পন্ন করবে।
বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রের বাজারে ৬৪ ডলার ৯৯ সেন্টে স্মার্টওয়াচটি কেনা যাবে। বিশ্বের অন্যান্য বাজারে কবে নাগাদ এটি আসবে এবং এর দাম কত হবে সে বিষয়ে কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।