কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) উইন্ডোজ অপারেটিং সিস্টেম তৈরিতে চুক্তি করেছে মাইক্রোসফট ও কোয়ালকম। আইটি হোম সূত্রে জানা যায়, অপারেটিং সিস্টেমটির নাম দেয়া হবে উইন্ডোজ ১১.৫। প্রতিষ্ঠান দুটির আশা নতুন উইন্ডোজ কম্পিউটারের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।
সম্প্রতি আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় কোয়ালকমের প্রধান নির্বাহী ক্রিস্টিয়ানো রেনো অ্যামন জানান, চলতি বছরই নতুন উইন্ডোজ সংস্করণ বাজারে আনা হবে। এছাড়া তিনি আরো জানান, কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স এলিট চিপটি গত বছর বিভিন্ন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে।
কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স অ্যালিট চিপটি ডিভাইসে ১৩ বিলিয়নেরও বেশি প্যারামিটারসহ জেনারেটিভ এআই মডেল চালাতে সক্ষম। কোয়ালকমের চিপটির পাশাপাশি ২০২৪ সালে সম্ভাব্য উইন্ডোজ আপডেট নিয়েও কথা বলেছেন ইন্টেলের সিইও। এছাড়া মাইক্রোসফট ও তাদের কম্পিউটার হার্ডওয়্যার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জুনে এআই পিসি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে মাইক্রোসফট।
কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসরটি এআই-নির্ভর কম্পিউটিং চাহিদার জন্য তৈরি করা হয়েছে। উচ্চ পারফরম্যান্স ও বিদ্যুৎসাশ্রয়ী চিপটি নতুন করে ডিজাইন করা হয়েছে।