ডিজিটাল যুগে এখন পেমেন্ট হয় অনলাইনে। পকেটে করে আর টাকা নিয়ে ঘুরেন না সবাই। কিছু কেনার পর বা খাওয়া–দাওয়ার পর কার্ডে পেমন্ট করেন অনেকে। এমনকি কম দামে কোনো কিছু কেনার পরও অনেককে দেখা যায় কার্ডে বা পেমেন্ট অ্যাপে পে করতে।
কিন্তু এতে করে আপনার বড় সর্বনাশ হয়ে যেতে পারে। এমন কিছু হয়ে যেতে পারে যাতে আপনার অ্যাকাউন্টের সব টাকা হয়ে যাবে হাওয়া। চলে যাবে অন্য কারও দখলে। কিংবা আপনার অ্যাকাউন্টের গোপন সব তথ্য পেয়ে যাবে অন্য কেউ।
ভারতীয় সংবাদমাধ্যম গ্যাজেটস নাও বলছে, একই অ্যাকাউন্টে যদি আপনি সব টাকা রাখেন। স্যালারিও এতেই আসে। তাহলে প্রতারণার শিকার হতে পারেন। এ কারণে অন্য কোনো অ্যাকাউন্ট রাখা দরকার। এভাবে এক অ্যাকাউন্টে সব টাকা রাখলে খরচও হয় বেশি।
কয়েকটি অ্যাকাউন্ট থাকলে ব্যয়ের হিসাবটা পরিমাণমতো হয়। তবে এক্ষেত্রে সঠিক ব্যাংকে খুলতে হবে অ্যাকাউন্ট। এমন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে যাতে টাকা থাকবে নিরাপদ।
এ ছাড়া বেশি টাকা রয়েছে এমন অ্যাকাউন্টের কার্ড হাতে নিয়ে ঘুরলে স্ক্যানিংয়ের মাধ্যমে সব টাকা হাওয়া হয়ে যেতে পারে। এমন সব ডিজিটাল ব্যবস্থা এখন রয়েছে, যার মাধ্যমে আপনার অ্যাকাউন্টের যাবতীয় তথ্য নিয়ে যাবে হ্যাকার। এমনকি এর মাধ্যমে ব্যক্তিগত তথ্যও পেয়ে যাবে তারা।