ভারতীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিক্সন টেকনোলজিস ও কারবন গ্রুপের সঙ্গে নতুন চুক্তি করেছে চীনের বিবিকে গ্রুপ। চুক্তির মাধ্যমে কোম্পানিগুলো অপো, ভিভো ও রিয়েলমির স্মার্টফোন তৈরি করবে বলে এ বিষয়ে অবগত সূত্রে জানা গেছে।
কোম্পানিগুলোর মতে, অভ্যন্তরীণ পর্যায়ে উৎপাদন বাড়ানোর পাশাপাশি পিএলআই স্কিম থেকে সুবিধা পাওয়ার জন্য ভারত সরকারের চাপ রয়েছে। ফলে দেশটিতে অপো ও ভিভোর নিজস্ব কারখানা থাকা সত্ত্বেও নতুন এ উদ্যোগ নেয়া হলো।