ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম চালাতে আর স্মার্টফোন কিনতে হবে না। ফিচার ফোনেই এসব কাজ করা যাবে। সম্প্রতি বাজারে এসেছে এমনই এই ফিচার ফোন। এই ফোন এনেছে জিওফোন। ভারতের বাজারে বিক্রি হচ্ছে এই হ্যান্ডসেটটি।
আপনার বাড়িতে যদি এমন কোনও প্রবীণ থাকেন যারা স্মার্টফোনের জটিল ইন্টারফেস বুঝতে পারেন না। তাই স্মার্টফোন ব্যবহার করেন না। তাদের জন্য এই ফোনটি একদম উপযুক্ত। এটি সাধারণ ফিচার ফোন থেকে একেবারেই আলাদা এবং এর ডিজাইন ও ফিচারও দুর্দান্ত।
এতে আপনি শুধুমাত্র একটি স্টাইলিশ এবং কমপ্যাক্ট ডিজাইনই পাবেন না, আপনি বাংলা, ইংরেজিসহ বিভিন্ন ভাষার সাপোর্টও পাবেন।জিও ফোনের তৈরি প্রিমা ৪জি মডেলের ফিচার স্মার্টফোনকেও হার মানাবে। কেননা, এই ফোনে ৪জি কানেকশন পাবেন। বিভিন্ন ধরনের অ্যাপসও পাবেন এতে। ফোনটিতে দেওয়া হয়েছে এআরএম কর্টেক্স এ৫৩ প্রসেসর। এতে ১২৮ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। যা পর্যাপ্ত।
ফোনটিতে বিল্টইন এফএম রেডিও রয়েছে, যাতে আপনি আপনার প্রিয় রেডিও স্টেশনগুলো শুনতে পারেন এবং এতে একটি ৩.৫ মিমি অডিও জ্যাক রয়েছে, যাতে আপনি আপনার প্রিয় হেডফোনগুলো ব্যবহার করতে পারেন৷এই ফোন চলবে কাইওএস অপারেটিং সিস্টেমে। যা স্মার্ট ফিচার ফোনের জন্য ডিজাইন করা একটি মোবাইল অপারেটিং সিস্টেম।
এটি ফায়ারফক্স ওএস ওপেন সোর্স থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব এবং গুগল ম্যাপ সহ ১২০০টিরও বেশি অ্যাপ সাপোর্ট করে। এছাড়াও ফোনটিতে অনেকগুলো প্রি-লোড করা অ্যাপ পেয়ে যাবেন। ভারতে এই ফোনের দাম ২৫৯৯ রুপি।