মঙ্গলবার সাময়িক সার্ভার ত্রুটির পর সচল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সে সময় প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে প্রবেশ করতে পেরেছেন ব্যবহারকারীরা। তবে ঠিক কি কারণে হঠাৎ এমন সমস্যা হয়েছে, সেটি এখনও পরিষ্কার হয়নি। তবে, এই এক ঘণ্টায় মার্ক জাকারবার্গের কতটা অর্থিক ক্ষতি হয়েছে তা এবার প্রকাশ পেলো।
‘ওয়েডবুশ সিকিউরিটিজ়’-এর ম্যানেজিং ডিরেক্টর ড্যান আইভিসকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম ‘ডেইলি ডট কম’ জানিয়েছে, এই এক ঘণ্টার জটিলতায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ল জাকার্বাগের সংস্থা মেটা। বুধবার সকাল থেকেই কমতে শুরু করে শেয়ার দর। এতে করে সংস্থাটি প্রায় ১০০ মিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছে। এ সময় মেটার শেয়ারের দাম কমেছে ১ দশমিক ৫ শতাংশ।
এর আগে গত মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ করেই লগআউট হয়ে যায় ফেসবুক ব্যবহারকারীদের আইডি। প্রায় এক ঘণ্টা অচল থাকার পর সামাজিক যোগাযোগমাধ্যমটিতে প্রবেশ করতে সক্ষম হন ব্যবহারকারীরা।
কারিগরি জটিলতার কারণে ফেসবুক-মেসেঞ্জারে সমস্যা: মেটাকারিগরি জটিলতার কারণে ফেসবুক-মেসেঞ্জারে সমস্যা: মেটা
তবে, ফেসবুকের জটিলতা এটাই প্রথম নয়। অতীতেও মেটা এমন পরিষেবা বিঘ্ন জনিত সমস্যার মুখোমুখি হয়েছিল। ২০২১ সালে প্রযুক্তিগত সমস্যার কারণে মেটা অধীনে সমস্ত সমাজমাধ্যম ‘অচল’ হয়ে পড়েছিল। প্রায় সাত ঘণ্টা পরিষেবা বন্ধ ছিল।