বাজারে এলো শাওমির নতুন ফোন ১৪ আল্ট্রা। এই ফোনে ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি রম রয়েছে। হ্যান্ডসেটটিতে মিলবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাসহ চারটি লেন্স। যা দিয়ে দুর্দান্ত ছবি উঠবে।
শাওমি ১৪ সিরিজে সবথেকে সেরা স্মার্টফোন শাওমি ১৪ আল্ট্রা। যেখানে ফ্ল্যাগশিপ প্রসেসর এবং দুরন্ত ব্যাটারি ব্যাকআপ দিয়েছে চীনের প্রতিষ্ঠানটি। এই ফোনে শাওমি হাইপার চার্জিং প্রযুক্তি দিয়েছে। যার ফলে ডিভাইসটি দ্রুত চার্জ হবে।
শাওমি ১৪ ভ্যারিয়েন্টে রয়েছে ৬.৩৬ ইঞ্চির এলটিপিও অ্যামোলিড ডিসপ্লে। যা এইচডিআর ১০ প্লাস সাপোর্ট করে এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট দেয়। ব্যাক প্যানেলে রয়েছে প্রিমিয়াম থ্রিডি কার্ভড গ্লাস কোটিং। এতে ১২ জিবি পর্যন্ত ব়্যাম এবং ৫১২ জিবি ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে। প্রসেসর রয়েছে ৪এনএম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ চিপসেট। ফোনের অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ১৪।
প্রাইমারি ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেল সেন্সর ও অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। সঙ্গে ৫০ মেগাপিক্সেল টেলিফটো এবং আল্ট্রাওয়াইড সেন্সর। স্মার্টফোনের সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার।
শাওমি ১৪ আল্ট্রাতে রয়েছে ৬.৭৩ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। এতে পাবেন শাওমির একদম নতুন অ্যানড্রয়েড ১৪ ভিত্তিক হাইপার অপারেটিং সিস্টেম। মিলবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ চিপসেট। যা সর্বোচ্চ ১৬ জিবি ব়্যাম এবং ১ টেরাবাইট ইন্টার্নাল স্টোরেজ সাপোর্ট করে।
আল্ট্রা মডেলে ৫০ মেগাপিক্সেলের চারটি সেন্সর রয়েছে। যা থেকে ক্রিস্টাল ক্লিয়ার তুখোড় ছবি তোলা যাবে বলে দাবি শাওমির। এটিরও সমানে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৫০০০ এমএএইচ এবং ৯০ ওয়াটের ওয়্যারড ও ৮০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং। এতে হাইপার চার্জিং প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।