এমআইইউআই টুয়েলভে ব্যাকগ্রাউন্ড ভিডিও প্লেব্যাক অপশন দিয়েছিল শাওমি। তবে হাইপারওএস থেকে ফিচারটি সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে কোম্পানিটি।
প্রযুক্তিবিদদের ধারণা, গুগলের সতর্কবার্তা পাওয়ার পর এ উদ্যোগ নিয়েছে চীনা কোম্পানিটি। মূলত প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য ডিসপ্লে বন্ধ রেখে ব্যাকগ্রাউন্ডে ভিডিও প্লে করার ফিচার চালু করা হয়েছিল।
আগে ইউটিউবেও এ ফিচার ছিল এবং সাধারণ ব্যবহারকারীরাও গান শুনতে পারত। নতুন আপডেটের মাধ্যমে ভিডিও টুলবক্স থেকে ফিচারটি সরিয়ে নেয়া হবে বলে সূত্রে জানা গেছে।