মটোরোলা সম্প্রতি দুটি নতুন বাজেটবান্ধব স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে মটো জি পাওয়ার ও মটো জি ফাইভজি। মূলত জনপ্রিয় মডেলগুলোর নতুন সংস্করণ হিসেবে এগুলো বাজারজাত করবে মটোরোলা।
২০২৪ সালের নতুন সংস্করণের মটোরোলা জি পাওয়ারে রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এতে আরো রয়েছে ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকার, ৫০ মেগাপিক্সেলের ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তিসহ ক্যামেরা সিস্টেম। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭০২০ চিপসেট। একটি মাইক্রোএসডি কার্ড স্লটসহ ১২৮ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ ও চার জিবি র্যাম রয়েছে। সঙ্গে রয়েছে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এর দাম নির্ধারণ করা হয়েছে ৩০০ ডলার।
অন্যদিকে মটো জি ফাইভজি স্মার্টফোনে থাকছে ৬ দশমিক ৬ ইঞ্চির ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এ ডিভাইসেও ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকার ও ম্যাক্রো লেন্সসহ ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সিস্টেম দেয়া হয়েছে। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ফোর জেন ওয়ান। যার সঙ্গে থাকছে চার জিবি র্যাম।
জি পাওয়ারের মতো এতেও থাকে ফার্স্ট চার্জিংয়ের সুবিধাসহ ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। মটো জি ফাইভজিতে থাকছে ১২৮ জিবির ইন্টারনাল স্টোরেজ ও একটি মাইক্রোএসডি কার্ডস্লট, যার মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে। স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ২০০ ডলার।