কম্পিউটার ছাড়াও অ্যাপল ভিশন প্রোতে এবার ভিএলসি মিডিয়া প্লেয়ার ব্যবহার করা যাবে। সম্প্রতি ভিডিও প্লেয়ার মালিকানাধীন কোম্পানির এক ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যাপারটি নিশ্চিত করেছে।
ভিডিওল্যানের প্রেসিডেন্ট জিন-ব্যাপটিস্ট কেম্প নিশ্চিত করেছেন যে স্টুডিও অ্যাপল ভিশন প্রোর জন্য ভিএলসির একটি সংস্করণে কাজ করছে। ভিএলসির ৫০০ কোটি ডাউনলোড উদযাপন করতে লোপাসের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘এরই মধ্যে আমাদের ভিশন প্রোতে ভিএলসির একটি সংস্করণ পরীক্ষামূলক চালু করা হয়েছে।’
ভিশন ওএসে অ্যাপটি আনুষ্ঠানিকভাবে চালুর আগে ভিডিয়োলেনের প্রেসিডেন্ট জিন-ব্যাপটিস্ট কেম্পে জানান, প্লাটফর্মের জন্য ব্যবহারকারীর সংখ্যা কম থাকায় এটি বিকাশের জন্য পর্যাপ্ত সুযোগ ছিল না।
তিনি আরো জানান, তারা মেটা কোয়েস্ট হেডসেটগুলোর জন্য ভিডিও অ্যাপ চালুর পরিকল্পনা চলছিল। তবে এ সিদ্ধান্তটি পরে স্থগিত করা হয়। কারণ এরই মধ্যে প্লাটফর্মটির জন্য আরো অনেক অ্যাপ রয়েছে।
ভিএলমি ৪.০ সম্পর্কে ম্যাক রিউমার্সি প্রতিবেদনে বলেন, অ্যাপটি কিছু সমস্যার কারণে অপ্রত্যাশিতভাবে বিলম্বিত হচ্ছে। কেম্প জানায়, অ্যাপটির অফিশিয়াল লঞ্চের আগে নির্দিষ্ট কিছু পরিবর্তন করা লাগতে পারে।
অ্যাপটির মালিকানাধীন প্রতিষ্ঠান ভিডিওল্যান জানায়, অ্যাপল ভিশন প্রোতে ভিএলসি চালু করার জন্য আন্তরিকভাবে কাজ করছে। ভিএলসি এরই মধ্যে ভিশন প্রো প্লাটফর্মে নির্বিঘ্নে কাজ করার জন্য অপ্টিমাইজ করা হয়েছে।
বর্তমানের অন্যতম জনপ্রিয় অ্যাপ হলো ভিএলসি। ভিএলসির বিভিন্ন মিডিয়া ফাইল চালানোর বহুমুখিতার জন্য পরিচিত। এছাড়া অ্যাপটির বিভিন্ন কোডেক পরিচালনা করার ক্ষমতাও রয়েছে।