ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। সাধারণ ক্যাটাগরিতে সর্বোচ্চ ২০৯ ভোট পেয়েছেন নাজমুল করিম ভূইয়া এবং সহযোগী ক্যাটাগরিতে ফুয়াদ মুহাম্মদ সরফুদ্দিন সর্বাচ্চ ৩৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বিআইসিসি-তে অনুষ্ঠিত ভোটে সাধারণ ক্যাটাগরির ৯ পদে বিজয়ী অন্যান্যদের মধ্যে ক্রমানুসারে ইমদাদুল হক ১৯৯ ভোট, এস এম জাকির হোসাইন ১৮৬ ভোট, মাহবুব আলম রাজু ১৬৮ ভোট, মোঃ আসাদুজ্জামান সুজন ১৫৬ ভোট, মোহাম্মাদ এ কাইয়্যুম রাশেদ ১৪৮ ভোট, আনোয়ারুল আজিম ১৪৭ ভোট, সাব্বির আহমেদ ১২৮ ভোট এবং সাকিফ আহমেদ ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে সহযোগী ক্যাটাগরির বাকি তিন বিজয়ীদের মধ্যে মোঃ নাসির উদ্দীন ৩৪৪ ভোট, মোহাম্মাদ আনোয়ার হোসেন ৩১০ ভোট এবং মাহমুদুল হাসান আরিফ ২৯৬ ভোট পেয়েছেন।
শনিবার রাতে নির্বাচন বোর্ড চেয়ারম্যান নজরুল ইসলাম বাবু স্বাক্ষরিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে। নির্বাচিত এই ১৩ সদস্যকে নিয়ে আগামী ১৮ মার্চ (রবিবার) হবে কার্যনির্বাহী পরিষদের (ইসি) পদ বণ্টন।
এবারের নির্বাচনে কমিশনার ছিলেন আব্দুল্লাহ এইচ কাফী এবং বীরেন্দ্র নাথ অধিকারী। পর্যবেক্ষক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। নির্বাচন পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠায় এক পর্যায়ে ডিটিও মহাপরিচালক মালেকা খায়রুন্নেসাও কেন্দ্রে আসেন।
সকাল ১০টা ২০ এ শুরু হয়ে বিকেল ৪টা ১ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ শেষে বীরেন্দ্রনাথ অধিকারী জানান ভোটে সহযোগী ক্যাটাগরীতে ভোট পড়েছে ৭৫৬ এর মধ্যে ৬৩৬ এবং ২৪৮ জনের মধ্যে ২২২ সাধারণ ভোট পড়েছে। এর আগে ভোটের পরিবেশ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
প্রসঙ্গত, আইএসপিএবি’র ৩৯৯ জন সাধারণ এবং ১৬০৪ জন সহযোগী সদস্য রয়েছেন। এর মধ্যে সাধারণ ক্যাটাগরিতে ভোটার ২৫০ জন। এখানে ৯ পদে প্রার্থী ১৪ জন। অপরদিকি সহযোগী সদস্যদের ৪ পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১১ জন।