চিপ তৈরির কার্যক্রম বিস্তারের অংশ হিসেবে ইতালিতে বিনিয়োগের কথা জানিয়েছিল ইন্টেল। তবে সম্প্রতি বিনিয়োগ পরিকল্পনা থেকে সরে আসার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিটি।
সম্প্রতি দেশটির শিল্পমন্ত্রী সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২২ সালের মার্চে অ্যাডভান্সড প্যাকেজিং অ্যান্ড চিপ অ্যাসেম্বলি কারখানা স্থাপনের বিষয়ে আলোচনা হলেও সেটি বাস্তবায়ন হয়নি। এর পরিপ্রেক্ষিতেই বিনিয়োগ প্রত্যাহারের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।