হঠাৎ করে উধাও হয়ে গেছে দেশের অন্যতম বড় ফেসবুক গ্রুপ সার্চ ইংলিশ। যার সদস্য সংখ্যা গত রাত চারটা পর্যন্ত ছিল ১৯ লাখ ১৫ হাজার। সেটিও ভোর চারটা থেকে সকাল সাতটার মধ্যে উধাও হয়ে যায়। একই সঙ্গে গ্রুপটির চার অ্যাডমিনের অ্যাকাউন্টও নিষ্ক্রিয় হয়ে গেছে।
সার্চ ইংলিশ গ্রুপ প্রতিষ্ঠাতা ফেসবুক কমিউনিটি লিডার রাজীব আহমেদ টেকজুমকে বলেন, ভোর চারটা থেকে সকাল সাতটার মধ্যে সার্চ ইংলিশ গ্রুপটি উধাও হয়ে গেছে। কিন্তু কি কারণে তা হয়েছে তা এখনো জানি না।
তিনি আরও বলেন শুধু সার্চ ইংলিশ ছাড়াও দেশের আরও বেশ কিছূ বড় বড় গ্রুপ হঠত করে বন্ধ হয়ে গেছে । বিষয়টি জানিয়ে আমি ইতোমধ্যে ফেসবুককে সাথে ইমেইল যোগাযোগ করেছি । আশা করছি ২৪ থেকে ৪৮ ঘন্টার ভেতর গ্রুপ, অ্যাকাউন্ট সবই ফিরে পাবো।
সার্চ ইংলিশ গ্রুপ ছাড়াও যে সকল গ্রুপ বন্ধ হয়ে গেছে তার মধ্যে রয়েছে দেশের ফ্রিল্যান্সারদের অন্যতম জনপ্রিয় আপওয়ার্ক বাংলাদেশ । এবং We Are Bangladesh, Search English, Voice of Rights, ক্রিকেটখোর, Food Bloggers BD) এর মত জনপ্রিয় গ্রুপ রয়েছে এই তালিকায় ।
সার্চ ইংলিশ গ্রুপ সদস্য উদ্দেশ্যে বলেন
১। দয়া করে গুজব ছড়াবেন না। সার্চ ইংলিশ গ্রুপ হ্যাক হয় নি।
২। সার্চ ইংলিশ এবং আমাদের ৪ জনের এডমিনের আইডি ডিজেবল হওয়া নিয়ে ফেসবুকের কাছে আবেদন বা আপীল করা হয়েছে।
৩। অন্য কারো আইডি থেকে লাইভে আসছি না কারন যে আপীল করা হয়েছে তার প্রসেস আগে শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ।
৪। যা বলছেন সার্চ ইংলিশ গ্রুপ আর ফিরে আসবে না তাদের কথাকে দয়া করে পাত্তা দেবেন না। কারন তারা ফেসবুকের সাথে কোন ভাবেই যুক্ত নন।
৫। সার্চ ইংলিশ নিয়ে কারো সাথে ইনবক্সে কোন মেসেজে আলোচনায় জড়াবেন না।
৬। দয়া করে ইনবক্সে নিজের ফেসবুক আইডি, পাসওয়ার্ড দেবেন না- যেই যা বলুক না কেন।