কৃত্রিম বুদ্ধিমত্তাসহ দুর্দান্ত ফিচারের নতুন ফোন আনল মটোরোলা। যার মডেল মটো এজ ৫০ প্রো ৫জি। এই ফোনটি এআই প্রো গ্রেড ক্যামেরা সেন্সরসহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটি বিশ্বের প্রথম স্মার্টফোন, যা ১.৫কে রেজুলেশন এবং ১৪৪ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে।
এই ফোনে আপনি এআই চালিত ক্যামেরা ফিচার পাবেন। যেমন এআই অ্যাডাপটিভ স্ট্যাবিলাইজেশন, অটো ফোকাস ট্র্যাকিং, এআই ফটো এনহ্যান্সমেন্ট ইঞ্জিন এবং টিল্ট মোড।
এই ফোনটিতে একটি ৬.৭ ইঞ্চি ১.৫ রেজুলেশনের পিওলিড রেজুলেশনের ডিসপ্লে রয়েছে। যা ২০০০ নিটস সর্বোচ্চ ব্রাইটনেশ পাবেন। এই ফোনটি আপনাকে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট দেবে। ফোনের পেছনে একটি ৫০ মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা থাকবে। এই ফোনটিতে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ১২৫ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস দ্রুত চার্জ সাপোর্ট করে।
সবচেয়ে মজার বিষয় হচ্ছে, মটোরোলার নতুন এই ফোন পানিতে ভিজলেও কিছুই হবে না। অর্থাৎ এই ফোন সম্পূর্ণ ওয়াটার প্রুফ। ৮ ও ১২ জিবি র্যাম ভার্সনে এই ফোন পাওয়া যাবে। স্টোরেজ মিলবে ২৫৬ জিবি।