দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজনে স্মার্টফোন ব্যবহার করতে হয়। আর এসব কাজের জন্য সেলফোনে চার্জ থাকা জরুরি। চার্জ দেয়ার সময় কিছু বিষয় মেনে চলতে হয়। তা না হলে বিভিন্ন দুর্ঘটনার সূত্রপাত হওয়ার আশঙ্কা থাকে। স্মার্টফোনের জন্য সবসময় কোম্পানির দেয়া চার্জার ব্যবহার করা ভালো। যদি সেটি নষ্ট হয়ে যায়, তাহলে কাছাকাছি বৈশিষ্ট্যের ভালো কোম্পানির চার্জার কিনতে হবে।
চার্জারে কোনো রকম সমস্যা থাকলে তা প্রথমে ঠিক করে নিতে হবে, এরপর ব্যবহার করতে হবে। কেবলে কোনো সমস্যা থাকলে সেখান থেকে পরবর্তী সময়ে দুর্ঘটনা ঘটতে পারে।
ফোন সম্পূর্ণ চার্জ হয়ে গেলে চার্জার থেকে ফোনটিকে আলাদা করতে হবে। অনেকেই চার্জ হয়ে যাওয়ার পরও চার্জারটি প্লাগ-ইন করে রাখে। সেটা না করে ১০০ শতাংশ চার্জ হওয়ার পরই চার্জারটি আনপ্লাগ করে দিতে হবে। এতে ফোনের ওপর খুব বেশি চাপ পড়বে না।