অ্যানড্রয়েড একটি ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম যেটি মোডিফাইড লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বর্তমানে গুগল এটির উন্নয়ন করছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম হলো গুগলের ‘অ্যান্ড্রয়েড’। মনে প্রশ্ন জাগতেই পারে, বিশ্বে কী পরিমান ডিভাইসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চলছে।
উক্ত প্রশ্নেরই উত্তর এসেছে এবারের গুগল আই/ও ডেভেলপার কনফারেন্সে। অ্যান্ড্রয়েডের সিনিয়র ডিরেক্টর স্টিফেন কাথবার্টসন জানান, বর্তমানে বিশ্বব্যাপী ২ দশমিক ৫ বিলিয়ন ডিভাইস অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলছে।
জুন ২০১৮ সালে স্ট্যাটকাউন্টারের হিসাবে অ্যানড্রয়েড বাজারের ৪১.৫৬% শতাংশ শেয়ার দখল করে আছে, যেখানে দ্বিতীয় অবস্থানে থাকা মাইক্রোসফটের উইন্ডোজের দখল ৩৬.৩১%।
প্রকাশিত হওয়া সংখ্যা কোম্পানির জন্য একটি বিশাল মাইলফলক। ১০ বছর আগে প্রথম অ্যান্ড্রয়েড উন্মোচনের পর থেকে ক্রমে বেড়ে এই সংখ্যা অর্জিত হয়েছে।
এখানে অবশ্যই মনে রাখতে হবে, গুগল প্লে স্টোরের পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে। এর বাইরে রয়েছে চীনের অ্যান্ড্রয়েড ডিভাইস যাতে গুগল স্টোর সেবা চালু নেই। সেগুলো ধরলে এই সংখ্যা অনেকাংশে বেড়ে যাবে।
অ্যান্ড্রয়েড কিউ বেটা ৩ উন্মোচনের সময় এই ঘোষণা দেয়া হয়, যা বর্তমানে অন্তত ২১টি মডেলের ডিভাইসের জন্য উন্মোচন করা হয়েছে।