হঠাৎ করে উধাও হয়ে গেছে দেশের ফেসবুক ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের গ্রুপ। গতকাল রাত থেকেই একে একে এমন অনেক গ্রুপ উধাও হবার ঘটনা ঘটেছে। একই সঙ্গে গ্রুপ অ্যাডমিনদের অ্যাকাউন্টও অচল হয়ে গেছে। হ্যাক হওয়ার পাশাপাশি সম্প্রতি নতুন করে যুক্ত হয়েছে আইডি ‘গায়েব’ হয়ে যাওয়ার বিষয়টিও!
এ বিষয়ে ‘সাইবার ৭১-উই হ্যাক টু প্রটেক্ট বাংলাদেশ’ নামের একটি ফেসবুক পেজ থেকে জানানো হয়, ‘ফেসবুকের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে যে কোনও গ্রুপ, তাদের সব অ্যাডমিনের আইডি এবং পেজসহ রিমুভ করানো যাচ্ছে। যার সুযোগ নিয়ে কিছু অসাধু স্প্যামার বাংলাদেশের কিছু জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ গ্রুপ ফেসবুক থেকে Permanent remove (স্থায়ীভাবে মুছে ফেলা) করে দিয়েছে। তাই, সকল গ্রুপ অ্যাডমিনদের যত দ্রুত সম্ভব তাদের গ্রুপকে আর্কাইভ করার জন্য বলা হলো। ফেসবুক কর্তৃপক্ষ এই দুর্বলতা সমাধানে কাজ করছে। আমাদের কাছ থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত গ্রুপ আর্কাইভ করে রাখুন।’
যাদের ফেসবুক গ্রুপ / পেজ এই সংক্রান্ত সমস্যায় ডিস্যাবল হয়েছে তাদের ‘সাইবার ৭১-উই হ্যাক টু প্রটেক্ট বাংলাদেশ’ নামের এই ফেসবুক পেজটিতে দ্রুত যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। ঠিক কী কারণে হঠাৎ এমন গ্রুপগুলো উধাও হয়ে যাচ্ছে সে বিষয়ে তেমন কিছু জানা যায়নি।
ফেসবুক কোনও গ্রুপে এ ধরনের কার্যক্রম দেখছে সেটিকে নিয়ম বহির্ভূত মনে করছে এবং সংশ্লিষ্ট গ্রুপটি মুছে দিচ্ছে। একইসঙ্গে গ্রুপে অ্যাডমিনদের আইডিও ডিস্যাবল (নিষ্ক্রিয়) করে দেওয়া হচ্ছে।
ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনে বলা আছে, এ ওয়েবসাইটে কোনও প্রকার টোরোরিজম বা জঙ্গিবাদ সংশ্লিষ্ট কার্যক্রম চালানো যাবে না। আন্তর্জাতিক জঙ্গি হিসেবে চিহ্নিত কারও সম্পর্কে কোনও পোস্ট করলে বা ছবি আপলোড করলেই তা কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করা হয়েছে বলে ধরে নেওয়া হয়। আর এ ধরনের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করার বিষয়ে রিপোর্ট করা মাত্রই গ্রুপ বা পেজ রিমুভ করে দেওয়া হয়।