জিআই তালিকাভুক্তির জন্য লাফা বেগুনের আবেদন করেছে উপজেলা প্রশাসন গফরগাঁও। জিআই পণ্যের সকল প্রক্রিয়া অনুসরণ করে উপজেলা প্রশাসন গতকাল (মঙ্গবার) লাফা বেগুনের আবেদন শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) বরাবর প্রেরণ করেছে। তারা মনে করে, এই বিশেষ গুণাবলি ও ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ বেগুন জিআই স্বীকৃতির সকল শর্ত পূরণ করতে সক্ষম।
জিআই পণ্যের আবেদন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করেছে ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টারের গবেষক খাতুনে জান্নাত আশা। টেকজুমকে তিনি বলেন, “গফরগাঁও আমাদের উপজেলা। ছোটবেলা থেকে শুনে এসেছি লাফা বেগুনের গুণাগুণ ও ঐতিহ্যের কথা। তাই যখন থেকে জিআই পণ্য নিয়ে গবেষণা ও কাজ করতে শুরু করেছি তখন থেকে লাফা বেগুন নিয়ে চিন্তা করেছি। ঐতিহাসিক দলীল সহ প্রায় সবকিছুই আমরা যোগাড় করতে পেরেছি।” তিনি আরও বলেন, “লাফা বেগুন জিআই তালিকাভুক্ত হলে গফরগাঁও এর ব্র্যান্ডিং সহ আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে এবং এটিই হবে এই উপজেলার প্রথম জিআই পণ্য।”
আবেদন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক বিপ্লব, ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) সদস্য মোঃ দেলোয়ার হোমেন ও সুমা আক্তার প্রমুখ।