চীনের সাংহাইতে ১৬০ কোটি ডলার বিনিয়োগে নতুন চিপ প্লান্ট তৈরি করছে প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, বড় বিনিয়োগের মাধ্যমে নতুন কারখানা স্থাপনের অন্যতম একটি লক্ষ্য হলো লিথোগ্রাফি মেশিন তৈরি করা। এ লিথোগ্রাফি মেশিন স্মার্টফোন ও অন্যান্য গ্যাজেটের মধ্যে নতুন জেনারেশনের মাইক্রোচিপ তৈরিতে সহায়ক বলেও জানানো হয়েছে।
লক্ষ্য পূরণে হুয়াওয়ে এএসএমএল, অ্যাপ্লাইড ম্যাটারিয়ালস, ল্যাম রিসার্চ, টিএসএমসি, ইন্টেল ও মাইক্রনের মতো কোম্পানি থেকে অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিচ্ছে বলে জানা গেছে। এমনকি দেশীয় চিপ নির্মাতাদের দ্বিগুণ বেতনে আনা হচ্ছে বলে জানা গেছে।
হুয়াওয়ে ছাড়া অন্য কোম্পানিগুলোও চীনের বাজারে নতুন পণ্য উন্মোচন করছে। সম্প্রতি রেডমি প্যাড প্রো উন্মোচন করে শাওমি। এবার এর ফাইভজি সংস্করণ আনার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আরো বলা হয়, ভারত ও অন্যান্য আন্তর্জাতিক বাজারে রেডমি প্যাড প্রোয়ের যেসব গ্লোবাল ভ্যারিয়েন্ট বাজারজাত করা হবে তা ফাইভজি সংযোগসহ আসবে।