পপ-আপ সেলফি ক্যামেরা নিয়ে এসেছে চীনা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির নতুন ফোন ‘রিয়েলমি এক্স’। এই ফোনের মাধ্যমেই চীনের বাজারে প্রবেশ করেছে প্রতিষ্ঠানটি। তবে ‘রিয়েলমি এক্স’ ফোনের আরেকটি মজার বিষয় হলো পিয়াজ এবং রসুনের রঙে রাঙানো হয়েছে ফোনটি। এই বিশেষ রঙের পাশাপাশি পাওয়া যাবে সাদা ও নীল রঙেও।
রিয়েলমি এক্স ও রিয়েলমি এক্স লাইট মডেলের দুটি সংস্করণে বুধবার চীনে উন্মোচিত হয়েছে ফোনটি। দুটি ফোনেই রয়েছে স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট।
রিয়েলমি এক্স ফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড স্ক্রিণ, ফিঙ্গারপ্রিন্ট রিডার, পিছনে ৪৮ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা। সাথে থাকছে ১৬ মেগাপিক্সেলের পপ-আপ ক্যামেরা। ৩৭৬৫ এমএএইচ ব্যাটারি ও ২০ ওয়াট ভিওওসি ৩.০ ফাস্ট চার্জিং সুবিধার ফোনটিতে মাত্র ৩০ মিনিটেই ৫৫ শতাংশ চার্জ হবে।
লাইট সংস্করণে ৬ গিগাবাইট পর্যন্ত র্যাম ও ১২৮ গিগাবাইট পর্যন্ত ইন্টারন্যাল মেমরি এবং রিয়েলমি এক্স-এ থাকছে ৮ গিগাবাইট পর্যন্ত র্যাম ও ১২৮ গিগাবাইট পর্যন্ত ইন্টারন্যাল মেমরি।
ইতিমধ্যে প্রি-বুকিং শুরু হলেও আগামী ২০ মে থেকে চীনের বাজারে পাওয়া যাবে ফোনটি। তবে কবে নাগাদ অন্যান্য বাজারে ফোনটি পাওয়া যাবে সেটি জানানো হয়নি।