দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভেন্যু পরিবর্তন হয়েছে।
শনিবার বেসিস নির্বাচন বোর্ডের পক্ষে বেসিস সচিব হাশিম আহম্মদ এক ইমেইল বার্তায় জানিয়েছেন, বেসিস নির্বাচন গুলশানের শুটিং ক্লাবে অনুষ্ঠিত হবে।
এর আগে রাজধানীর মহাখালীতে অবস্থিত রাওয়া কনভেনশন সেন্টারে বেসিস নির্বাচনের ভোট গ্রহণ করার ঘোষণা দেয়া হয়েছিল। তবে ভোরের কাগজসহ বিভিন্ন গণমাধ্যম আগেই জানিয়েছিল মহাখালী থেকে নির্বাচনের ভেন্যু পরিবর্তন হয়ে গুলশানের শুটিং ক্লাবে যাচ্ছে।
চিঠিতে বলা হয়, আপনি অবগত আছেন যে, আগামী ৮ মে ২০২৪ তারিখে বেসিস নির্বাহী পরিষদ (২০২৪-২৬) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময়সূচি: তারিখ: ৮ মে ২০২৪, বুধবার। সময়: সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। স্থান: গুলশান শুটিং ক্লাব, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা (হাতিরঝিল কনকর্ড পুলিশ প্লাজার পাশে)।
উল্লেখ্য, জেনারেল ক্যাটাগরির ভোটাররা ৮টি এবং অ্যাসোসিয়েট, এফিলিয়েট ও ইন্টারন্যাশনাল ক্যাটাগরির ভোটাররা ১টি করে ভোট দিতে পারবেন। প্রত্যেক ক্যাটাগরির জন্য পৃথক পৃথক ব্যালট পেপার থাকবে। সঠিকভাবে ভোট প্রদানের নিয়মাবলী এই ইমেইলে সংযুক্ত করা হয়।