আনন্দমুখর এবং অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন হলো দেশের তথ্যপ্রযুক্তি খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন।
বুধবার রাজধানীর বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশেন, গুলশানে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করে বেসিস নির্বাচন পরিচালনা বোর্ড।
নির্বাচনে ৪ ক্যাটাগরির মোট ১৪৬৪ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১১৫৭ জন। এর মধ্যে বাতিল হয় ১৭টি ভোট। ভোটে শেষ হাসি হাসলেন রাসেল টি আহমেদের নেতৃত্বাধীন ওয়ান টিম। ১১ পদের মধ্যে ৮ পদে জিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটি।
এবারের নির্বাচনে টিম ওয়ান প্যানেল থেকে পরিচালক পদে এআর কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক এম আসিফ রহমান চমক দেখিয়েছেন, ৩৪৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন তিনি।
এ জয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এম আসিফ রহমান বলেন, সবাইকে ধন্যবাদ, যারা আমাকে ভালোবেসে জয়লাভ করিয়েছে। সবাইকে নিয়ে দেশের আইসিটি উন্নয়নে এক জোটে গ্লোবাল মার্কেটে কাজ করতে চাই।
নির্বাচনে সাধারণ ক্যাটাগরিতে সর্বোচ্চ ৪০৫ ভোট পেয়েছেন টিম স্মার্ট দলনেতা মোঃ মোস্তাফিজওর রহমান সোহেল। ক্রম অনুযায়ী, টিম ওয়ানের রাশিদুল হাসান ৩৮৮ ভোট, টিম স্মার্ট এর মীর শাহরুখ ইসলাম ৩৬৭ ভোট, মোহাম্মদ রিসালাত সিদ্দিকী ৩৫৭ ভোট, ওয়ান টিম দলনেতা রাসেল টি আহমেদ ৩৫৫ ভোট, মোঃ আসিফ রহমান ৩৪৯ ভোট, ইকবাল আহমেদ ফখরুল হাাসান ৩৪১ ভোট এবং দিদারুল আলম ৩২৫ ভোট পেয়ে কার্যনির্বাহী পরিচালক নির্বাচিত হয়েছে।
আগামী বৃহস্পতিবার নির্বাচিত ১১জন পরিচালকের মধ্য পদবণ্টনের নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে পদবণ্টনের ফলাফলও ঘোষণা করা হবে। ১১ মে বিকাল ৫টায় বেসিসের নতুন কমিটির ঘোষণা দেবে নির্বাচন বোর্ড।