বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে রাসেল টি আহমেদের নেতৃত্বাধীন ‘ওয়ান টিম’ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ১১টি পদের ৮টি জিতেছেন ‘ওয়ান টিম’-এর সদসরা। বিপুল ব্যবধানে বিজয়ী হওয়ার পর ‘ওয়ান টিম’-এর প্যানেল প্রধান রাসেল টি আহমেদ বলেছেন বেসিসের সকল সদস্য মিলেই ‘ওয়ান টিম’। একই সাথে তিনি সকল নিয়ে বেসিসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া প্রত্যয় ব্যক্ত করেছেন।
বিজয়ী হওয়ার পর তার ব্যক্তিগত ফেসবুকে প্রোফাইলে দেওয়া পোস্টের হুবহু নিচে তুলে ধরা হল-
আমাদের প্রানপ্রিয় সংগঠন বেসিসের সন্মানিত সদস্যরা পরপর দ্বিতীয় বারের মত ONE Team কে বিপুল ব্যবধানে (৮-৩) নির্বাচিত করেছেন। আমার অন্তরের অন্তস্থল থেকে সকল বেসিস সদস্যদের প্রতি অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই বিজয় বেসিসের সকল সদস্যের। এই বিজয় আমাদের প্রিয় আইসিটি ইন্ডাস্ট্রির।
ধন্যবাদ জানাতে চাই ৩৩ জন প্রার্থীর সবাইকে যারা দারুণ পারফর্ম করেছেন এবং একটি সুষ্ঠু নির্বাচনে সহয়তা করেছেন। ওনারা প্রত্যেকেই বেসিসের প্রতি অবদান রাখার জন্যই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমি নিশ্চিত, বিজয়ী ১১ জনের পাশাপাশি এই ৩৩ জন প্রার্থীর সবাই আগামী ২ বছর ও বেসিসের উন্নয়নের স্বার্থে কাজ করবেন।
কৃতজ্ঞতা জানাই বেসিসের সকল সদস্যকে। ৪ টি ক্যাটাগরি মিলিয়ে প্রায় ১৫০০ ভোটারের ৮০% ভোট কাস্ট হওয়া প্রমান করে বেসিসের প্রতি সদস্যদের ভালবাসা এবং নেতৃত্ব নির্বাচনে তাদের সচেতনতা। সেইসাথে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই নির্বাচন কমিশন এবং এপিলেট বোর্ডের সবাইকে যারা অক্লান্ত পরিশ্রম করে এমন দারুণ সুষ্ঠু, সুশৃঙ্খল এবং সুন্দর একটি নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছেন।
বিগত বোর্ডে আমাদের প্রচেষ্টায় আমরা সফলতার সাথে বেসিসের পতাকা কে পরবর্তী উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছি। প্রথমবারের মত সভাপতির দায়িত্ব পালন আমাকেও অনেক কিছু শিখিয়েছে। এবার চেষ্টা করবো, পূর্বের শিক্ষনীয় অভিজ্ঞতা এবং সেইসাথে বেসিসের সকল অভিজ্ঞ ও তরুন সদস্যদের সহায়তা ও পরামর্শ কে কাজে লাগিয়ে আমাদের প্রিয় আইসিটি ইন্ডাস্ট্রি কে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার।
আমরা সবসময় বিশ্বাস করি, বেসিসের সকল সদস্য মিলেই ONE Team.
আমাদের জন্য দোয়া রাখবেন।