প্রথম ডাটা সেন্টারের পাশাপাশি মালয়েশিয়ায় ক্লাউড অঞ্চল তৈরিতে ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল। সম্প্রতি মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেট সূত্রে এ তথ্য জানা গেছে।
মালয়েশিয়ার সরকার জানায়, গুগলের এ বিনিয়োগের মাধ্যমে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে দেশটির যে প্রত্যাশা রয়েছে তা অনেকটাই এগিয়ে যাবে। এছাড়া গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষমতা ও অন্যান্য উন্নত প্রযুক্তির কল্যাণে মালয়েশিয়ার স্থানীয় শিল্প খাত বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাবে।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৬৭ লাখের বেশি প্রযুক্তি উৎসাহী তরুণ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি অঞ্চলটি মাইক্রোসফট থেকে শুরু করে অ্যামাজন, এনভিডিয়া ও অ্যাপলের মতো প্রযুক্তি জায়ান্টদের বিনিয়োগ আকৃষ্ট করতে সক্ষম হয়েছে।
এক বিবৃতিতে গুগল জানায়, ডাটা সেন্টার ও ক্লাউড অঞ্চলটি কেন্দ্রীয় সেলাঙ্গর রাজ্যে অবস্থিত এলমিনা বিজনেস পার্কের সাইম ডারবি প্রোপার্টিজে নির্মাণ করা হবে। ডাটা সেন্টারটি সার্চ, ম্যাপ ও ওয়ার্কস্পেসসহ বিভিন্ন পাওয়ার সার্ভিসে সহায়তা করবে। পাশাপাশি এআই পরিষেবাও নিশ্চিত করবে।
এক বিবৃতিতে গুগলের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা রুথ পোরাত বলেন, ‘মালয়েশিয়া ও গুগল উদ্ভাবনের জন্য একটি সহায়ক ইকোসিস্টেম তৈরির পাশাপাশি ডিজিটাল রূপান্তরের সম্ভাবনা কাজে লাগাতে নতুন এ অংশীদারত্ব চুক্তিতে সম্মত হয়েছে।’