লেনদেনের ক্ষেত্রে আবারো লিমিট বাড়িয়েছে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এখন থেকে আরো বেশি পরিমাণ টাকা লেনদেন করা যাবে। রবিবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের এ নতুন লিমিট নির্ধারণ করে দিয়েছে।
এখন একজন গ্রাহক তার মোবাইল অ্যাকাউন্টে দিনে পাঁচ বারে ৩০ হাজার টাকা ক্যাশ ইন বা জমা করতে পারবেন। তবে মাসে ২০ বারে সর্বোচ্চ এক লাখ টাকা ক্যাশ ইন করার নিয়ম অপরিবর্তিত থাকছে। এদিকে এতোদিন দিনে মাত্র দুই বারে সর্বোচ্চ ১৫ হাজার টাকা জমা করতে পারতেন একজন গ্রাহক। এখন দিনে সর্বোচ্চ পাঁচ বারে ২৫ হাজার টাকা তোলা বা ক্যাশ আউট করা যাবে। সেই সঙ্গে মাসে ২০ বারে এক লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করা যাবে। আর প্রতি দিন দুই বারে সর্বোচ্চ ১০ হাজার টাকা তোলা বা ক্যাশ আউট করা যেত। সেখানে মাসে ১০ বারে ৫০ হাজার টাকার বেশি উত্তোলন করা যেত না।
এছাড়াও ব্যক্তি থেকে ব্যক্তি অথবা পারসোনাল টু পারসোনাল অ্যাকাউন্টের (পি টু পি) টাকা পাঠানোর ক্ষেত্রে এখন দিনে সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং মাসে ৭৫ হাজার টাকা লেনদেন করা যাবে। এ ক্ষেত্রে এতোদিন দিনে সর্বোচ্চ ১০ হাজার এবং মাসে ২৫ হাজার টাকা পাঠানো করা যেত।
উল্লেখ্য, বিকাশ, নগদ, রকেটসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে অ্যাকাউন্ট রয়েছে আট কোটির মতো গ্রাহকের। এর মধ্যে শুধু বিকাশেরই রয়েছে তিন কোটি ১০ লাখ অ্যাকাউন্ট।