তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের জন্য ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ২ হাজার ৮৭২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন্য প্রস্তাবিত বাজেটে বরাদ্দ দেওয়া হচ্ছে ২ হাজার ৪২০ কোটি টাকা।
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটের সাথে তুলনায় দেখা যায়, আইসিটি বিভাগে জন্য বাজেটে বরাদ্দ বেড়েছে ৪৮৯ কোটি টাকা। অন্যদিকে, ডাক ও টেলিযোগাযোগ খাতে বাজেটে বরাদ্দ কমছে ২৬৬ কোটি টাকা।
২০২৩-২৪ অর্থবছরে এই দুই বিভাগে সংশোধিত বাজেট ছিল যথাক্রমে ২ হাজার ৩৮৩ কোটি এবং ২ হাজার ৬৮৬ কোটি টাকা।
এদিকে প্রস্তাবিত বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে ১ হাজার ৫৪০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে এই মন্ত্রণালয়ের জন্য সংশোধিত বাজেট ছিল ১২ হাজার ৩৩ কোটি টাকা। ২০২৪-২৫ প্রস্তাবিত বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৩ হাজার ৫৭৩ কোটি টাকা।
নিজ বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বিজ্ঞানমনস্ক এবং আধুনিক প্রযুক্তিসম্পন্ন জাতি গঠন আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার। … ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পূরণের ফলে গত ১৫ বছরে তথ্যপ্রযুক্তিখাতে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে। ইন্টারনেটের মূল্য অনেক কমিয়ে ওয়েবভিত্তিক কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ প্রসারিত হয়েছে। চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলার বিষয়ে গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের লক্ষ্য হচ্ছে তথ্যপ্রযুক্তি খাতে আগামী ৫ বছরের মধ্যে কমপক্ষে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টিসহ ১ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করা। আইসিটি খাতের রপ্তানির পরিমাণ আগামী ৫ বছরের মধ্যে ৫ বিলিয়ন এবং ২০৪১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে।