চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি স্মার্টফোনের বাজারে চমক নিয়ে আসছে। কোম্পানিটি শিগগিরই বাজারে ফ্ল্যাগশিপ ডিভাইস নিয়ে হাজির হচ্ছে। যার মডেল রিয়েলমি জিটি ৭ প্রো। এবছরই ফোনটি বাজারে আসার কথা রয়েছে।
ফাঁস হওয়া তথ্য মতে, রিয়েলমির নতুন এই ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট থাকতে পারে। একজন সুপরিচিত চীনা টিপস্টার ফোনটির স্পেসিফিকেশন ফাঁস করেছেন। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন উইও-তে একটি পোস্ট শেয়ার করেছে, যেখানে ফোনটির স্পেসিফিকেশন উল্লেখ করা হয়েছে।
টিপস্টার অনুসারে, রিয়েলমির আপকামিং এই ফোনে ১.৫কে রেজুলেশনের ডিসপ্লে মিরবে। এতে ওলিড ৮টি এলটিপিও ডিসপ্লে থাকতে পারে। ১৬ জিবি র্যামে ফোনটি বাজারে আসবে। এর বিল্টইন স্টোরেজ থাকবে ১ টেরাবাইট।
অনুমান করা হচ্ছে, ফোনটিতে সিলিকন অ্যানোড ব্যাটারি থাকবে। আগের রিয়েলমি জিটি ৫ প্রো ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি ছিল। স্বাভাবিকভাবেই নতুন ফোনে ৬০০০ এমএএইচের ব্যাটারি আশা করা যাচ্ছে।
ক্যামেরার কথা বললে, ফোনের পিছনে একটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা দেখা যাবে। যাকে বলা হয় পেরিস্কোপ টেলিফটো লেন্স। এতে থ্রি এক্স অপটিক্যাল জুম দেখা যাবে। টিপস্টার এখানে ক্যামেরা বিভাগ সম্পর্কে খুব বেশি তথ্য দেননি। রিপোর্টে আরও বলা হয়েছে যে আসন্ন স্মার্টফোনটি হবে রিয়েলমির প্রথম স্মার্টফোন যাতে কোম্পানি আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিতে পারে।