নতুন একটি স্মার্ট হোম গ্যাজেট উন্মোচন করেছে চীনের প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে। এটি মিলিমিটার ওয়েব রাডার প্রযুক্তির মাধ্যমে ব্যক্তির স্বাস্থ্যগত বিষয়গুলো দেখভাল করতে পারবে। সেন্সরটি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) বলে জানিয়েছে হুয়াওয়ে কর্তৃপক্ষ।
চীনা মুদ্রায় এআইনির্ভর হেলথ সেন্সরটির দাম ধরা হয়েছে ১ হাজার ৩৯৯ ইউয়ান (প্রায় ১৯৬ ডলার)। সেন্সরটি একজন ব্যক্তিকে তার বাড়িতে থাকা অবস্থায় নিরাপদ ও আরামদায়ক অনুভূতি দেয়ার জন্য ডিজাইন করা হয়েছে বলে জানানো হয়েছে।
হোল-হাউস স্মার্ট এআই-অ্যাসিস্টেড হেলথ সেন্সরটির স্পেসিফিকেশনে হুয়াওয়ে জানিয়েছে, সেন্সরটি মূলত তিনটি ক্ষেত্রে কাজ করবে। এগুলো হলো—পড়ে যাওয়া অবস্থা (ফলস), বিছানায় শুয়ে থাকা অবস্থা (বেড ফলস) ও ঘুমের সময় (স্লিপ)। এটি ব্যাপকভাবে মানুষের ভঙ্গি, অবস্থান (পজিশন) ও শ্বাস-প্রশ্বাসের হার শনাক্ত করতে পারবে। প্রবীণ ব্যক্তিদের নিয়ে যারা উদ্বিগ্ন বা তাদের ঘুমের অভ্যাসের উন্নতি করতে চান, তাদের জন্য সেন্সরটি বেশ সহায়ক হবে বলে দাবি জানিয়েছে কোম্পানিটি।
সেন্সরটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারগুলোর মধ্যে একটি হলো ফল ডিরেকশন বা পড়ে যাওয়া শনাক্তকরণ। যন্ত্রাংশটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বাথরুম ও বেডরুমে পড়ে যাওয়ার মধ্যকার পার্থক্য শনাক্ত করতে পারে। একই সঙ্গে একাধিক মাধ্যমে (যেমন—ফোন কল, এসএমএস ও নোটিফিকেশন) সতর্কবার্তা পাঠাতে পারে। এছাড়া জরুরি পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপেরও অনুমতি দেয়।
পড়ে যাওয়া শনাক্তকরণ ছাড়াও সেন্সরটি ঘুমের ধরন নিরীক্ষণ করতে পারে। পাশাপাশি বিছানা থেকে দীর্ঘস্থায়ী অনুপস্থিতিও শনাক্ত করতে পারে। যন্ত্রাংশটি সম্ভাব্য স্বাস্থ্যগত ত্রুটি সন্ধানের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারবে বলেও জানিয়েছে হুয়াওয়ে। এছাড়া ব্যবহারকারীরা ঘুমের পরিকল্পনা সেট করতে এবং বয়স্ক ব্যক্তিরা যদি অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় ধরে ঘুমায় বা অসময়ে জেগে ওঠে, তার জন্য সতর্কতা সংকেত পাঠাতে পারে।
হুয়াওয়ের সেন্সরটি পুরো ঘরের স্মার্ট সমাধান অফার করে। যন্ত্রাংশটিতে মাইক্রো মোশন পারসেপশন ক্যাপাবিলিটি ফিচার রয়েছে, ফলে এটি শ্বাস-প্রশ্বাসের মতো সূক্ষ্ম নড়াচড়ার সময়ও মানুষের উপস্থিতি সঠিকভাবে শনাক্ত করতে পারে।
হুয়াওয়ে জানিয়েছে, মিলিমিটার ওয়েব রাডার প্রযুক্তিটিতে ছবি বা শব্দ সংগ্রহের কোনো সুযোগ রাখা হয়নি। ফলে ব্যবহারকারীরা এটি তাদের বাড়িতে নিরাপদে ইনস্টলেশন করতে পারবে।
নির্মাতা কোম্পানিটি আরো জানিয়েছে, সেন্সরটি মূলত সহায়ক যন্ত্রাংশ হিসেবে তৈরি, ফলে সম্পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেয়া যায় না। এছাড়া এটি কোনো মেডিকেল ডিভাইসও নয়, ফলে এটি ডায়াগনসিস বা চিকিৎসা করতে পারে না।