বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) পক্ষ থেকে সভাপতি সৈয়দ আলমাস কবীর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে ২০১৯-২০ অর্থবছরের জন্য তথ্যপ্রযুক্তিসংশ্লিষ্ট বাজেট প্রস্তাব পেশ করেছেন। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অনুষ্ঠিত এক সভায় তথ্যপ্রযুক্তি খাতের বাজেট প্রস্তাব পেশ করা হয়। এ সময় অর্থমন্ত্রী দেশীয় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে স্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অগ্রাধিকার নিশ্চিত করার আশ্বাস দেন।
অর্থমন্ত্রীর কাছে তথ্যপ্রযুক্তি খাতের বাজেট প্রস্তাব পেশ অনুষ্ঠানে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক মো. আলী নূর, বেসিসের সহসভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ ও বেসিসের সহসভাপতি (অর্থ) মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশী তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সক্ষমতা তুলে ধরে অর্থমন্ত্রীর কাছে দেশীয় প্রকল্পে অংশগ্রহণের জন্য পিপিআর টেমপ্লেটে স্থানীয় প্রতিষ্ঠানবান্ধব নীতিমালা প্রণয়নের অনুরোধ করা হয়। এছাড়া ভ্যাট অনলাইন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশী তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সক্ষমতার দিকগুলো তুলে ধরা হয়।
বেসিসের বাজেট প্রস্তাবনার মূল দিকগুলো ছিল ‘টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট’ বা টিএর জন্য ৫০০ কোটি টাকার বরাদ্দ। যাতে এ অর্থ কাজে লাগিয়ে অন্য অনুন্নত দেশে বাংলাদেশী সফটওয়্যার সেবা প্রদান করে স্থানীয় তথ্যপ্রযুক্তি শিল্পের সক্ষমতা বাড়ানো যায়।
অর্থমন্ত্রী বেসিসের প্রস্তাব শোনেন এবং বৈঠকে উপস্থিত সিপিটিইউর মহাপরিচালককে এখন থেকে শুধু আইটি খাতের জন্য পিপিআর টেমপ্লেটে দেশীয় আইটি প্রতিষ্ঠানগুলোর প্রাধিকার নিশ্চিতের নির্দেশ দেন। পাশাপাশি ভ্যাট অনলাইন প্রকল্প বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বাস্তবায়ন করবে বলে নির্দেশ প্রদান করেন।