হুয়াওয়ার সঙ্গে সব লেনদেন স্থগিত রাখাতে প্রসেসর সরবরাহকারী প্রতিষ্ঠান ইন্টেল, ব্রডকম ও কোয়ালকমকে নোটিশ দিয়ে যুক্তরাষ্ট্র । নিষেধাজ্ঞার ফলে প্রসেসর সরবরাহকারী প্রতিষ্ঠান ইন্টেল, ব্রডকম ও কোয়ালকমকে চুক্তি বাতিল করতে হবে হুয়াওয়ের সঙ্গে।
এইদিকে গুগলের হুয়াওয়েকে বয়কটের পর এবার অ্যাপলকে বয়কটের সিদ্ধান্ত নিচ্ছে চীনারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির অনেক নাগরিক ইতোমধ্যে তাদের সিদ্ধান্তের কথা জানাতে শুরু করেছে।
কোয়ালকমের কাছ থেকে তারা মডেম ও অন্যান্য প্রসেসর নিয়ে থাকে। যদিও নিজেস্ব মোবাইল প্রসেসর ও মডেম তৈরির কারণে কোয়ালকমের উপর খুব বেশি নির্ভরশীল নয় হুয়াওয়ে।
হঠাৎ করেই যে এরকম নিষেধাজ্ঞা আসতে পারে তাই বছর খানেক আগে থেকেই নিজেস্ব চিপ তৈরি করে এবং যুক্তরাষ্ট্র থেকে প্রচুর পরিমাণে চিপ ও প্রয়োজনীয় উপাদান মজুদ করা শুরু করে। যে পরিমাণ চিপ ও অন্যান্য উপাদান তারা মজুদ করেছে তা দিয়ে আগামী তিন মাস তাদের কাজ চলে যাবে।