ত্রুটিপূর্ণ পিক্সেল ও পিক্সেল এক্সএল ডিভাইস নিয়ে গুগলের বিরুদ্ধে ৭২ লাখ ৫০ হাজার ডলার জরিমানা চেয়ে মামলা হয়েছে। এ মামলা মীমাংসার অংশ হিসেবে ২০১৭ সালের ৪ জানুয়ারির আগে তৈরি এ ধরনের ডিভাইসের মালিকদের ৫০০ ডলার করে পরিশোধ করবে গুগল।
গুগলের সমঝোতা প্রস্তাব অনুযায়ী, ৫৭ হাজার গুগল পিক্সেল এবং গুগল পিক্সেল এক্সএলের ৬৭ হাজার ফোন ক্ষতিপূরণের আওতাভুক্ত হবে।
গত বৃহস্পতিবার ভার্জ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সর্বোচ্চ পরিমাণ জরিমানার অর্থ সে গ্রাহককেই দেয়া হবে, যিনি ত্রুটিপূর্ণ মাইক্রোফোনযুক্ত পিক্সেল ফেরত দিয়ে ম্যানুফ্যাকচারারদের থেকে আরেকটি ত্রুটিপূর্ণ ডিভাইস ফেরত পেয়েছেন। এ ধরনের বিড়ম্বনার শিকার গ্রাহকদের সঙ্গে মীমাংসায় ৫০০ ডলার করে পরিশোধ করবে গুগল। আরেকটি ত্রুটিপূর্ণ পিক্সেল ডিভাইসের মালিক পাবেন ৩৫০ ডলার। এমনকি কোনো ধরনের সমস্যার মুখোমুখি হননি, এমন পিক্সেলের মালিকদেরও মামলা মীমাংসার অংশ হিসেবে ২০ ডলার করে দেয়া হবে।
২০১৭ সালের মার্চে সার্চ ইঞ্জিন গুগল প্রথম পিক্সেল ফোনে কিছু সমস্যার কথা স্বীকার করে নেয়। তখন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ১ শতাংশ পিক্সেলের ‘অডিও ব্যবস্থায়’ কিছু সমস্যা রয়েছে, যা ফোন দেয়া ও ভয়েসের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। জানা সত্ত্বেও ত্রুটিযুক্ত ডিভাইস বিক্রি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়ায় গুগলের বিরুদ্ধে পিক্সেলের মালিকরা মামলা ঠুকে দেন।
পিক্সেল ইস্যুতে দায়েরকৃত মামলাটি নিয়ে আগামী ৫ জুন আদালতে চূড়ান্ত শুনানি হবে।