হুয়াওয়ের ‘প্ল্যান বি’ তে ৯০ দিনের নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে নিষেধাজ্ঞা পেছানো হলেও হুয়াওয়ের বিরুদ্ধে নেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না বলে জানান মার্কিন কর্মকর্তারা।
মার্কিন কর্মকর্তারা আরো জানান, চীনের সঙ্গে চলমান বাণিজ্য দ্বন্দ্ব থেকে দম ফেলার ফুরসত পেতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
চীনা টেলিকম হুয়াওয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পর হুয়াওয়ে নির্বাহী রিচার্ড ইউ বলেন,আমরা পর্বে থেকেই প্রস্তুত ছিলাম আমাদের ‘প্ল্যান বি’ অনেক আগে পরিক্ষা করেছি । “আমরা আমাদের নিজস্ব অপারেটিং সিস্টেম প্রস্তুত করেছি। তবে আমরা এইটা ব্যবহার করতে চাইনা। তবে প্রয়োজন হলে এএই সিস্টেমগুলো ব্যবহার করতে অসুবিধা হবে না।
বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই বলেন, ‘আমাদের দমন করার কোনো উপায় নেই যুক্তরাষ্ট্রের। বিশ্ব হুয়াওয়ে ছাড়া চলতে পারবে না। কেননা, আমাদের প্রযুক্তি অন্য সবার চেয়ে উন্নত।’
এইদিকে গুগলের হুয়াওয়েকে বয়কটের পর এবার অ্যাপলকে বয়কটের সিদ্ধান্ত নিচ্ছে চীনারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির অনেক নাগরিক ইতোমধ্যে তাদের সিদ্ধান্তের কথা জানাতে শুরু করেছে। আর চিনের অ্যাপলকে বয়কটের সিদ্ধান্তে বেশ নড়েচড়ে বসে মার্কিন যুক্তরাষ্ট্র ।
আরও পড়ুন: হুয়াওয়ে রয়েছে নিজস্ব অ্যাপ স্টোর
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক সেক্রেটারি উইলবার রস বলেন, যেসব টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান হুয়াওয়ের ওপর নির্ভরশীল, নিষেধাজ্ঞা পেছানোয় এ সময়ের মধ্যে তারা বিকল্প ব্যবস্থা নেওয়ার সুযোগ পাবে। এক কথায়, হুয়াওয়ের মোবাইল ফোন ও ব্রডব্যান্ড নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্য সব ধরনের সেবা চালু থাকবে।
টেকরিপাবলিক এর প্রতিবেদন জানানো হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে ফলে হুয়াওয়ে এর অনেক দিনের পুরনো পরিকল্পনাটি দিনের আলো দেখতে পারত। যার ফলে নতুন আর একটি ওএস বিশ্ব বাজারের দেখা মিলত ।