ফ্রান্সের প্যারিসে গত সপ্তাহে গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের আয়োজন করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। এ অনুষ্ঠানে পরবর্তী প্রজন্মের স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ডসিক্স, গ্যালাক্সি জেড ফ্লিপসিক্স, গ্যালাক্সি বাডসথ্রি, গ্যালাক্সি ওয়াচসেভেন এবং স্যামসাং গ্যালাক্সি রিংসহ বেশকিছু নতুন ডিভাইস উন্মোচন করা হয়েছে।
ইভেন্টের সবচেয়ে বড় আকর্ষণ ছিল পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল ডিভাইস জেড ফোল্ডসিক্স এবং স্যামসাং জেড ফ্লিপসিক্স। স্যামসাং জানায়, জেড ফোল্ডসিক্স আগের প্রজন্মের ফোল্ডেবল ডিভাইসের তুলনায় হালকা ও পাতলা। তবে আগের ফোনগুলোর মতোই ডিভাইসটির বাইরের দিকে একটি বড় ডিসপ্লে ও ভেতরে ফোল্ডেবল বড় একটি স্ক্রিন রয়েছে। এছাড়া নতুন স্যামসাং জেড ফ্লিপসিক্স আগের প্রজন্মের ফ্লিপ ফোনগুলোর মতোই, তবে এতে নতুন কয়েকটি রঙ, বড় ব্যাটারি ও উন্নত ক্যামেরা অপটিক্স যোগ করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
স্মার্টফোন ছাড়াও বুধবার প্যারিসে আয়োজিত আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি রিং উন্মোচন করছে স্যামসাং।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে সুপারচার্জিং করা ডিভাইসগুলোর ইকোসিস্টেমে সর্বশেষ সংযোজন স্মার্ট রিং। পণ্যটি বাজারে আনার মুহূর্তকে স্যামসাংয়ের জন্য একটি বিশেষ উপলক্ষ বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে স্যামসাংয়ের মোবাইল বিভাগের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান জেমস কিটো। তিনি বলেছেন, এখন পর্যন্ত স্যামসাংয়ের সবচেয়ে ছোট ও স্বতন্ত্র পণ্য এটি, যা ২৪ ঘণ্টা ব্যবহারকারীর স্বাস্থ্য ও ঘুমের তথ্য পর্যবেক্ষণ করে। স্যামসাংয়ের তরফ থেকে জানানো হয়েছে, ডিভাইসটির মধ্যে থাকা ছোট ছোট সেন্সরের মাধ্যমে এটি ব্যবহারকারীর বিভিন্ন শারীরিক তথ্য পর্যবেক্ষণ করবে। ডিভাইসটির মাধ্যমে হৃৎস্পন্দনের হার, ঘুম ও পিরিয়ডের মতো নানা স্বাস্থ্যবিষয়ক তথ্য পাওয়া যাবে। তারা আশা করছে, নতুন এ ডিভাইস ফিটনেসসচেতন প্রযুক্তিপ্রেমীদের আকৃষ্ট করতে পারে। ডিভাইসটির প্রাথমিক মূল্য হবে ৩৯৯ পাউন্ড (৫১৫ ডলার)।
এদিকে স্যামসাংয়ের নতুন ওয়্যারলেস ইয়ারবাডগুলোর মধ্যে এসেছে বাডসথ্রি ও বাডসথ্রি প্রো। উভয় মডেল অডিওর মান বাড়াতে এবং নয়েজ ক্যান্সেলেশন সক্রিয় করতে ডিভাইসগুলোর মাইক ব্যবহার করে। বাডসথ্রি প্রো এডাপটিভ নয়েজ কন্ট্রোল, সাইরেন শনাক্তকরণ এবং ভয়েস শনাক্তকরণ ফিচারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শব্দ সামঞ্জস্য করতে পারে। ২৪ জুলাই থেকে যুক্তরাজ্যের বাজারে আসবে ডিভাইসগুলো।
এরই সঙ্গে ইভেন্টটিতে স্যামসাং গ্যালাক্সি ওয়াচসেভেন, ওয়াচসেভেন আল্ট্রা উন্মোচন করা হয়েছে। সময় দেখানোর পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্যও জানাবে ঘড়িগুলো। স্যামসাং প্রতি বছর দুটি গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের আয়োজন করে। একটি জানুয়ারি এবং অন্যটি জুলাইয়ে অনুষ্ঠিত হয়ে থাকে।