বাংলাদেশে সরকারের আহ্বানে কোটা সংস্কার আন্দোলনের ১০ দিনে ৬৭ শতাংশের বেশি কন্টেন্ট টেকডাউন করেছে টিকটক। তবে মাত্র ২০ শতাংশ ভিডিও অপসারণ করেছে ইউটিউব। একইসঙ্গে ফেসবুক ১৩ শতাংশ কন্টেন্ট টেকডাউন করেছে।
বুধবার এই তিনটি গিগটেক কোম্পানির সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
পলক বলেন, টিকটক গত ১৪-২৪ জুলাই বাংলাদেশ থেকে ৭ লাখ ভিডিও সরিয়েছে। আমাদের ৩০০ এর মতো রিকোয়েস্ট রেখেছে। রিসোর্স স্কেলআপ করে তারা নাশকতা ও উস্কানি দেয় এমন ৬৭ শতাংশের বেশি কন্টেন্ট তারা রিমুভ করেছে। ১৮ তারিখে তারা শতভাগ কন্টেন্ট মুছে ফেলেছে। অপরদিকে ইউটিউব রিপোর্ট করা ভিডিওর ২০ শতাংশ ডাউন করেছে। ফেসবুক’র যারা বাংলাদেশে ফ্যাক্ট চেক করে তারা বিশেষ মতাদর্শের। ১৭, ১৮ ও ১৯ তারিখে ফেসবুকে কী ধরনের সহিংসতা ছড়িয়েছে এবং কোন কোন গাইড লাইন লঙ্ঘন করেছে সে বিষয়টি বৈঠকে আমরা তুলে ধরে দেখিয়েছি। কিন্তু রিপোর্ট করার পর মাত্র ১৩ শতাংশ কন্টেন্ট সরানো হয়েছে। বেশির ভাগই বহাল রয়েছে। এতে দেশে সংঘটিতর সহিংসতা ও ক্ষতির দায় তারা এড়াতে পারে না।