বাজারে এলো রিয়েলমি ১৩ সিরিজ। চার্জিং থেকে ব্যাটারি, ক্যামেরা থেকে স্টোরেজ সব বিভাগেই দুর্দান্ত ফিচার্স এনেছে এই স্মার্টফোন।
এই সিরিজে দুইটি মডেল রয়েছে – একটি ১৩ প্রো, আর একটি ১৩ প্রো প্লাস। স্মার্টফোনের পাশাপাশি নতুন স্মার্ট ওয়াচ এস২ এবং ইয়ারবাডস টি১৩০ লঞ্চ করেছে রিয়েলমি। এই ৫জি স্মার্টফোনের একাধিক ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। বেজ ভার্সনে রয়েছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম। হাই এন্ড ভার্সনে পাবেন ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম।
রিয়েলমি ১৩ প্রো প্লাসের মতো তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। অনলাইনে ই-কমার্স সাইট এবং অফলাইনে রিয়েলমি রিটেল স্টোর থেকে কেনা যাবে স্মার্টফোনগুলো।
রিয়েলমি ১৩ প্রো প্লাস মডেলে পাবেন ৬.৭ ইঞ্চি ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বাধিক ১২ জিবি ব়্যাম ও ৫১২ জিবি ইন্টার্নাল স্টোরেজ এবং স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর। ফটোগ্রাফির জন্য পেছনে তিনটি ক্যামেরা। যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। এতেও অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারও পাওয়া যাবে।
স্মার্টফোনের সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাটারি ক্যাপাসিটি পাওয়া যাবে ৫,২০০ এমএএইচ এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির ক্ষেত্রে ডুয়াল ৫জি এবং ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট পাওয়া যাবে।
অন্যদিকে, রিয়েলমি ১৩ প্রো মডেলে রয়েছে একই ডিসপ্লে, স্টোরেজ ক্যাপাসিটি এবং প্রসেসর। ব্যাটারির ক্ষেত্রে মিলবে ৫,২০০ এমএএইচ ক্যাপাসিটি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এতেও একই কানেক্টিভিটি অপশন রয়েছে। দুই স্মার্টফোনে অ্যানড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম পাওয়া যাবে।