১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল পোকো। যার মডেল পোকো এল এম৬ প্লাস। এটি একটি ৫জি স্মার্টফোন। এর মূল আকর্ষণ ক্যামেরায়। সম্প্রতি পোকো একাধিক স্মার্টফোন আনলেও, এটি তার মধ্যে একটি অন্যতম স্মার্টফোন। কারণ শুধু ক্যামেরা নয়, অন্যান্য ফিচার্সও রয়েছে দারুণ।
এই ফোনে পাবেন দ্রুত গতির প্রসেসর এবং ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। স্মার্টফোনের বাজারে বাজিমাত করতে একগুচ্ছ ফিচার্সসহ লঞ্চ হয়েছে এই মোবাইল ডিভাইস। পর্যাপ্ত স্টোরেজের পাশাপাশি মিলবে দারুণ ব্যাটারি ব্যাকআপও।
স্মার্টফোনের দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। একটি ৬ জিবি + ১২৮ জিবি, আর একটি ৮ জিবি + ১২৮ জিবি। এই স্মার্টফোন তিনটি রঙে পাওয়া যাবে – গ্রাফাইট ব্ল্যাক, আইস সিলভার এবং মিস্টি ল্যাভেন্ডার।
এই ফোনে রয়েছে ৬.৭৯ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। কাজ করার জন্য পাবেন স্ন্যাপড্রাগন ৮ জেন এ ২এ প্রসেসর। সর্বাধিক ৮ জিবি ব়্যামএবং ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ রয়েছে স্মার্টফোনে। যদিও মাইক্রো এসডি কার্ড দ্বারা এটি সম্প্রসারণ করতে পারবেন। পাশাপাশি এতে ৮ জিবি ভার্চুয়াল ব়্যামও পাওয়া যাবে।
এই ফোনের মূল আকর্ষণ বলা যেতে পারে ক্যামেরা। পিছন দিকে রয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। সেলফি তোলার জন্য পাবেন ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এতে ব্যাটারি ব্যাকআপ রয়েছে দারুণ। ৫,০৩০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি ছাড়াও রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং।
অন্যান্য ফিচারের মধ্যে ৫জি, ৪জি, ইউএসবি টাইপ-সি কানেক্টিভিটি, অ্যান্ড্রয়েড ১৪ হাইপার ওএস সফটওয়্যার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইত্যাদি। কোম্পানি জানিয়েছে, এই ফোনে ২ বছর অ্যানড্রয়েড আপডেট এবং ৪ বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।