প্রযুক্তি কোম্পানি ইন্টেল তাদের ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে। আর্থিক ক্ষতি থেকে কোম্পানিকে পুনরুদ্ধার ও বাজার হিস্যা সম্পর্কিত সমস্যা মোকাবেলা করতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এ কারণে চাকরি হারাবেন ইন্টেলে কর্মরত অন্তত ১৫ হাজার কর্মী।
বিশ্লেষকরা বলছেন, কর্মী ছাঁটাই কোম্পানির আর্থিক স্থিতিশীলতা ও বাজারে নিজের প্রতিযোগিতামূলক অবস্থান উন্নত করার জন্য একটি কৌশলের অংশ। চলতি বছর ইন্টেলের বাজার হিস্যা ৪০ শতাংশ কমেছে। কোম্পানিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ্লিকেশনগুলোয় ব্যবহৃত চিপের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছে। সেজন্য তারা কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
২০২২ সালের অক্টোবরে ইন্টেল খরচ কমানোর একটি পরিকল্পনা ঘোষণা করেছিল, যার মধ্যে ছিল তাদের কর্মী সংখ্যা কমিয়ে আনা। এর লক্ষ্য ছিল, ২০২৩ সালে কোম্পানির বার্ষিক ৩০০ কোটি ডলার খরচ কমানো।
২০২২ সালের শুরুতে ইন্টেলের জনবল ১ লাখ ৩১ হাজার ৯০০ থেকে কমিয়ে ২০২৩ সালের শেষ নাগাদ ১ লাখ ২৪ হাজার ৮০০ করা হয়।
ইন্টেলের সিইও জানান, তারা উৎপাদন প্রক্রিয়ার উন্নতি ও নতুন নতুন প্রযুক্তিতে বিনিয়োগে মনোনিবেশ করছে।
প্রযুক্তিবিশ্লেষকরা বলছেন, চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির আয় গত বছরের মতোই থাকবে। তাদের ডাটা সেন্টার ও এআই সেগমেন্ট ২৩ শতাংশ কমে যাবে। চিপ উৎপাদন খাতে একসময় যুক্তরাষ্ট্রের অন্যতম কোম্পানি ছিল ইন্টেল। তবে বর্তমানে সংকটজনক পরিস্থিতিতে রয়েছে এ প্রযুক্তি জায়ান্ট। রয়টার্সের তথ্যানুযায়ী, ২০২৩ সালে কোম্পানিটি ৭০০ কোটি ডলার লোকসান দিয়েছে।