তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি হয়েছে ১০১ দশমিক ২৬ শতাংশ। রবিবার রাজধানীর আগারগঁওয়ের আইসিটি টাওয়ারে অনুষ্ঠিত নতুন অর্থবছরে এডিপি বাস্তবায়ন কর্মপরিকল্পনা নিয়ে পর্যালোচনা সভায় এ তথ্য উপস্থাপন করা হয়।
আইসিটি সচিব মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সভায় উপস্থাপিত ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির তথ্য অনুযায়ী, এডিপি বরাদ্দের ২৫১১ কোটি ১৬ লাখ টাকার মধ্যে মোট ২১টি প্রকল্পে জুন ২০২৪ সময়ে ২১৪ কোটি ৬২ লাখ টাকা ব্যয় করেছে আইসিটি বিভাগ। এর মধ্যে ১৮টি ছিলো বিনিয়োগ প্রকল্প। ২টি কারিগরি ও নিজস্ব অর্থায়নে ১টি এসওএফ প্রকল্প এবং কর্মসূচি ছিলো।
বছর ভিত্তিক বরাদ্দ ও ব্যয় মূল্যায়নে দেখা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে বরাদ্দের ৯ শতাংশ ব্যয় হলেও ২০২৪-২৫ সালে তা ৩ শতাংশে কমে এসেছে। ২০২১-২২ সালে বরাদ্দ ও ব্যয় ছিলো সমান।
সভায় বিসিসি নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোস্তফা কামাল ছাড়াও প্রতিটি প্রকল্পের প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন।