বিশ্বের সবচেয়ে সরু-পাতলা ফোন আনতে চলেছে মটোরোলা। মূলত মটোরোলা এজ ৪০ নিও এর উত্তরসূরি হিসেবে আসতে চলেছে এই ফোন। নতুন এই ফোনের মডেল হলো মটোরোলা এজ ৫০ নিও।
খবরে বলা হয়, নতুন এই ফোনে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর। এই ফোনে মিলিটারি গ্রেড ডিউরেবেলিটি (এমআইএল-এসটিডি-৮১০) রেটিং থাকবে বলে জানা গিয়েছে। এর অর্থ হলো ফোন যদি আচমকা হাত থেকে পড়ে যায়, অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, আর্দ্রতা, কম্পন- এইসব পরিস্থিতিতে ফোন সঠিক রাখতে সাহায্য করে।
মটোরোলা এজ ৫০ নিও ফোনে থাকতে পারে ৬.৪ ইঞ্চির পিওএলইডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এই স্ক্রিনের উপর গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন থাকার কথা রয়েছে। এছাড়াও মোটোরোলা এজ ৫০ নিও ফোন ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে আসতে পারে।