বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমির চলতি বছরের প্রথম প্রান্তিকে রাজস্ব বেড়েছে ২৭ শতাংশ । চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ)প্রতিষ্ঠানটির রাজস্ব এক বছর আগের একই সময়ের চেয়ে ২৭ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৮০ কোটি ইউয়ানে (৬৩০ কোটি ডলার) পৌঁছেছে, যা বিশ্লেষকদের ৪ হাজার ২১০ কোটি ইউয়ান পূর্বাভাসের চেয়ে বেশি।
শাওমির আর্থিক খতিয়ান অনুযায়ী, তাদের রাজস্বের সিংহভাগই এসেছে মোবাইল হ্যান্ডসেট বিক্রি থেকে। এছাড়া অনলাইন বিজ্ঞাপন এবং অন্যান্য কনজিউমার হার্ডওয়্যার বিক্রি থেকে রাজস্ব আয় করেছে প্রতিষ্ঠানটি।
বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের স্মার্টফোন বাজারের আকার এক বছর আগের চেয়ে ৭ শতাংশ সংকুচিত হয়েছে। এ সময় স্থানীয় বাজারে শাওমির দখল কমেছে ২১ শতাংশের বেশি। তবে শাওমির বাজার দখল কমলেও স্থানীয় বাজারে অপো, ভিভো এবং হুয়াওয়ের দখল বেড়েছে।
শাওমি স্থানীয় বাজারে তাদের ডিভাইস সরবরাহের ঘাটতি বহির্বিশ্বে কাটিয়ে ওঠার চেষ্টা করছে। বিশেষ করে, ভারতের স্মার্টফোন বাজারে ব্যবসা সম্প্রসারণে আগ্রাসী নীতি অনুসরণ করছে প্রতিষ্ঠানটি। দেশটিতে ডিভাইস সরবরাহে শীর্ষ অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ইউরোপজুড়ে ক্রমান্বয়ে শাওমির অবস্থান ।